নিজস্ব সংবাদদাতা: রহস্যের ভিড়ে মানুষ প্রাণখুলে হাসতে ভুলে যাচ্ছেন। কমেডি ঘরানার ছবি, সিরিজের সংখ্যা প্রায় কমে আসছে। তবে এর মাঝেই সম্পূর্ণ হাসির মোড়কে এক সিরিজ নিয়ে হাজির পরিচালক দীপ মোদক। ইতিমধ্যেই পরিচালকের সমাজ মাধ্যমে সিরিজের নানা মজাদার পোস্টার নজর কেড়েছে নেটিজেনদের।

 


জমজমাট হাস্যরসের মিশেলে তৈরি সিরিজের নাম 'ডোঙাপাড়া ড্রিমস'। সিরিজের কাহিনি, চিত্রনাট্যও দীপের। গল্পে গ্রামের নাম ডোঙাপাড়া। সেখানেই ভোটে জনপ্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে 'মিঠুনদা'। কীভাবে গ্রামের সকলের মন জয় করে ভোটে জয়ী হবে সে, সেই নিয়েই এগোবে এই সিরিজ। 

 

আজকাল ডট ইন-কে পরিচালক দীপ মোদক বলেন, "শুধুই যে হাসি,মজা রয়েছে এই সিরিজে তার কিন্তু নয়। একটা সামাজিক বার্তাও দেবে 'ডোঙাপাড়া ড্রিমস'। ২১টি এপিসোড নিয়ে তৈরি হবে সিরিজটি। এখনও পর্যন্ত কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তার ঠিক হয়নি। তবে ফেব্রুয়ারিতেই বাঁকুড়া,পুরুলিয়া মিলিয়ে হবে শুটিং। এই সিরিজের চরিত্ররা সবাই আনকোরা। অভিনয়ও করছেন থিয়েটারের পরিচিত মুখেরা। আশাকরি দর্শকের ভাল লাগবে।"