নিজস্ব সংবাদদাতা: ফের বিচ্ছেদের খবরে সরগরম টলিপাড়া। শিরোনামে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। তাঁরা নাকি চুক্তির বিয়ে করেছেন। তারকা জুটির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে! এই নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। কিন্তু সত্যি কি নীল-তৃণার চুক্তির বিয়ে হয়েছিল? এবার এই বিষয়ে মুখ খুললেন জুটি।
বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে রীতিমতো জল ঢাললেন নীল-তৃণা। সমস্ত জল্পনাকে মিথ্যে করে কলকাতা সুপার ৫০ টুর্নামেন্টের প্রমোশনে স্বামী নীলের পাশে দাঁড়াতে হাজির হন তৃণা। তবে সমাজ মাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর জলঘোলা নিয়ে রীতিমতো বিরক্ত জুটি।
বিয়ের চার বছর পেরতেই নীল-তৃণার বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়ে আসে। শুধু তাই নয় সামনে আসে 'চুক্তি বিয়ে'র প্রসঙ্গও। আর পুরো বিষয়টা নিয়েই প্রথমবার একসঙ্গে কথা বললেন নীল ও তৃণা। অভিনেত্রীর কথায়, 'আমি আমার বাবা মার একমাত্র সন্তান, মা বাবার কাছে গিয়ে কিছুদিন থাকতে পারব না? তার মানে বিচ্ছেদ? আর এই যে কন্ট্র্যাক্ট ম্যারেজের কথা বলা হচ্ছে আমি এই কাগজটা একবার দেখতে চাই, বা কাদের সামনে সই করেছিলাম সেটাও জানতে চাই। বারবার এই মিথ্যে খবরগুলো করে নিজেদের রিচ বাড়ানো ছাড়া আর কোনও কারণ দেখছি না আমি।'
নীলও এই বিষয়টা নিয়ে অত্যন্ত বিরক্ত। অভিনেতা বলেন, 'বিয়ের সময় আমরা যেমন জানিয়েছিলাম, যদি কখনও বিচ্ছেদের সিদ্ধান্তে এগোই তাহলে সবাইকে আমরাই সে কথা জানাবো, বিশ্বাস করুন কাউকে লুকাবো না। কিন্তু বার বার এইভাবে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়ায় আমাদের পরিবারের মানুষদের উপর মানসিক চাপ তৈরি হয়। আর এই কন্ট্র্যাক্ট ম্যারেজ যে আসলে কী, তা আমরা নিজেরাও জানিনা।" এখানেই শেষ নয়, বেশ ক্ষোভের সুরে নীল বলেন, "সিনেমা বা সিরিয়ালে এই গল্প দেখা যায়, বাস্তবে আমাদের সঙ্গে কেন মিলিয়ে দেওয়া হল যারা করেছেন তারাই জানেন।'
আপাতত টলিপাড়ার এই তারকা দম্পতি কাজ নিয়েই অত্যন্ত ব্যস্ত। শীঘ্রই শুরু হচ্ছে তৃণার নতুন ধারাবাহিক 'পরশুরাম'। যেখানে তৃণা দুই সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করবেন। তৃণার এই বিশেষ চরিত্র নিয়ে খুশি নীলও।
