নিজস্ব সংবাদদাতা: বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে 'বাবলি'। ১৫ আগস্ট 'বাবলি' রূপে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিপরীতে অভিনেতা আবির চট্টোপাধ্যায়। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। সঙ্গী সৌরসেনী মৈত্র। এই ছবিতে 'ঝুমা'র চরিত্রে দেখা যাবে তাঁকে। 

সম্প্রতি, রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার ব্যানারে আড্ডায় বসেছিলেন সুরকার ইন্দ্রদীপ দাসগুপ্ত, আবির, শুভশ্রী ও সৌরসেনী। সেখানে নানা হাসি ঠাট্টার মাঝে আবিরের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মুখ খুললেন সৌরসেনী। ওই আড্ডায়, শুভশ্রী, সৌরসেনীকে প্রশ্ন করেন, "আবিরের নাম শুনলেই প্রথমেই কী মনে হয় তাঁর?" উত্তরে অভিনেত্রী বলেন, "আবির নাম শুনলেই প্রথমে দাদা শব্দটা জুড়ে যায় নামের সঙ্গে। খুব যত্নশীল, দারুণ অভিনেতা এইগুলোই আগে মনে আসত আবিরদার নাম শুনলে। কিন্তু যেদিন থেকে 'বাবলি'র শুটিংয়ে সুইমিং পুল থেকে খালি গায়ে আবিরদাকে উঠতে দেখেছি, সেদিন থেকে আর দাদা শব্দটা বসাতে পারিনা।"

সৌরসেনীর কথার মাঝেই শুভশ্রীকে বলতে শোনা যায়, "মেকআপ রুমে এসে আবিরকে যে আর দাদা বলে ডাকবেনা সেই কথা আমায় আগে এসে জানায় ও।" 

দুই অভিনেত্রীর এই কথায় লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় আবিরকে। সৌরসেনী এও জানান যে আবিরের প্রতি তাঁর এই ভাললাগার খবর অভিনেত্রীর মাও জানেন।