হঠাৎই বড়সড় দুর্ঘটনার মুখে অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। বাড়িতেই হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। বুধবার সকালে দিব্যি ওয়ার্কআউট করছিলেন, হঠাৎই দুর্বল লাগতে শুরু করে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি। আজকাল ডট ইন-কে এমনটাই জানালেন অভিনেত্রীর স্বামী, অভিনেতা ইন্দ্রনীল মল্লিক।
ইন্দ্রনীলের কথায়, "সকালে প্রতিদিনের মতোই ওয়ার্কআউট করতে শুরু করে সায়ন্তনী। এরপর হঠাৎ বলে খুব দুর্বল লাগছে, শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মুখের একটা দিক কেমন যেন বেঁকে যাচ্ছিল। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভর্তি নিয়ে নেয় ওকে। চিকিৎসক জানান, মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে।"
আরও পড়ুন: 'রঘু ডাকাত' নিয়ে টলিউডের প্রথমবার এমন প্রয়াস! সকলকে অবাক করে কী ঘোষণা করলেন দেব ও শ্রীকান্ত মোহতা
ইন্দ্রনীল বলেন, "সব তো ঠিকই ছিল। কী করে এমনটা হল বুঝতেই পারছি না। ভাগ্যিস বাড়িতে ছিল ও। আমিও সেদিন সঙ্গে ছিলাম, নয়তো কী হত! এখন ক'দিন সায়ন্তনীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমিও চেষ্টা করব, যতটা সম্ভব ওর পাশে থেকে ওর যত্ন করব।"

ইনস্টাগ্রামের পাতায় হাসপাতালের একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী। যে ছবিতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী। মুখে-চোখে অসুস্থতার ছাপ। অভিনেত্রী লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।”
প্রসঙ্গত, দর্শক কিছুদিন আগে সায়ন্তনীকে দেখছিলেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। এর মধ্যেই ঘটে গেল এই বিপত্তি। তবে অভিনেত্রী এই মুহূর্তে সুস্থ আছেন বলে খবর।
