নিজস্ব সংবাদদাতা: বিগত ২ বছরেরও বেশি সময় ধরে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি 'লাবণ্য সেনগুপ্ত' নামই পরিচিত ছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'তে সূর্যর মা লাবণ্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করে শুরুর দিন থেকে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি।
যদিও গল্পের নতুন মোড়ে নিজে থেকেই চরিত্রটিকে বিদায় জানিয়েছেন রূপাঞ্জনা। সেই সময় আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানিয়েছিলেন, বড্ড একঘেয়ে হয়ে উঠেছিল চরিত্রটি। তাই খানিকটা বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চান তিনি।
এর মাঝে 'হইচই'-এর 'কালরাত্রি'তে নজর কেড়েছেন তিনি। এদিকে, টলিপাড়ার অন্দরের খবর ফের একবার ছোটপর্দায় ফিরছেন রূপাঞ্জনা। 'সুরিন্দর ফিল্মস'-এর হাত ধরে সান বাংলায় আসছে এক পারিবারিক গল্প। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক না এখনই জানা যায়নি।
সূত্রের খবর, একটি পরিবারের সদস্যদের জীবনযাপন, দৈনন্দিন ওঠাপড়ায় এগোবে গল্প। ধারাবাহিকের লুক সেট শুরু হয়েছে। মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সৈয়দ আরেফিন এবং অনুষ্কা গোস্বামীকে। যদিও এখনও মূল চরিত্রদের নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে। গল্পের নামও এই মুহূর্তে ঠিক হয়নি। ২০২৫-এর শুরুতেই আসছে এই নতুন ধারাবাহিক।
