জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র গল্প দর্শককে মাঝেমধ্যেই মনে করিয়ে দিয়েছে কালজয়ী উপন্যাস নৌকাডুবির কথা। তবে এই ধারাবাহিকের গল্প কিন্তু এগিয়েছে একেবারে ভিন্ন ধারায়। নৌকাডুবির অনুপ্রেরণায় তৈরি হলেও এই ধারাবাহিক বলছে ভিন্ন গল্প। গল্পের মোড়ে এখন লাজবন্তী ও বনলতার জীবন ওলটপালট হয়ে গিয়েছে। দু'জনেরই যাদের সঙ্গে বিয়ে হয়েছিল, ঘটনাচক্রে একে অপরের বরের সঙ্গে বদলাবদলি হয়ে গিয়েছে।
গ্রামের অসহায় মেয়ে লাজু ও শহুরে শিক্ষিত মেয়ে বনলতার কাহিনি বেশ মনে ধরেছে দর্শকের। এই দুই চরিত্রে দর্শক দেখছেন সাইনা চট্টোপাধ্যায় ও নন্দিনী দত্তকে। গল্পে একে অপরের সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয়নি ঠিকই। তবে পর্দার বাইরে ইতিমধ্যেই নন্দিনী-সাইনা দারুণ বন্ধু হয়ে উঠেছে। ধারাবাহিক করতে গিয়ে নায়ক-নায়িকা বা দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এ আর নতুন কী? তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী নন্দিনী-সাইনা।
কারণ, এই মেগার শুরুর আগে থেকেই নেটপাড়ায় ধরা পড়েছে দু'জনের বন্ধুত্বের ছবি। মাঝেমধ্যেই মেকআপ রুমে জমে যায় দুই নায়িকার আড্ডা। এবার শুটিং থেকে ছূ্টি মিলতেই পুজোর আনন্দে মেতে উঠলেন তাঁরা। ষষ্ঠীর রাতেই আবারও একসঙ্গে দেখা মিলল পর্দার দুই কনের। পুজোর মণ্ডপে সেজেগুজে ঘুরতে দেখা গেল তাঁদের। সেই ছবি সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিয়েছেন।
