নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মেয়ে ও সদ্যোজাত সন্তানকে সামলে আড়াই মাসের মধ্যেই ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। স্টার জলসার 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী। ইতিমধ্যেই প্রোমোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা অবস্থায় মানসী বলেছিলেন সন্তান জন্ম দেওয়ার পর খুব বেশি দিনের বিরতি নেবেন না তিনি, যেমন কথা তেমন কাজ। 

 

 

 

 

এবার নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী। প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে। কেশব দে ও ইমন চক্রবর্তীর কণ্ঠে 'সাদা দিলে কাদা লাগাইলি' গানে ডান্স নম্বরে দেখা যাবে মানসীকে। আগামী ৪ জুলাই, শুক্রবার মুক্তি পাবে গানটি। সমাজমাধ্যমে এই খবর ভাগ করেছেন অভিনেত্রী নিজেই। গানের পোস্টার ভাগ করে মানসী লেখেন, 'অবশেষে'। এই ক্যাপশন দেখে বোঝাই যায় যে, বহুদিন ধরেই এমন একটি কাজের অপেক্ষায় ছিলেন মানসী। 

 

 

প্রসঙ্গত, সদ্য তাঁর পরিবারে এসেছে নতুন সদস্য। ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। আসলে নতুন গাড়ি কিনেছেন তিনি। গাড়ির প্রতি মানসীর টান বরাবরই। এবার হল তাঁর আরও একটি ইচ্ছেপূরণ।