নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মেয়ে ও সদ্যোজাত সন্তানকে সামলে আড়াই মাসের মধ্যেই ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। তবে আবার মানসীর পরিবারে এল নতুন সদস্য, সমাজমাধ্যমে নিজেই সেই সুখবর দিলেন অভিনেত্রী।
স্টার জলসার 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী। ইতিমধ্যেই প্রোমোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা অবস্থায় মানসী বলেছিলেন সন্তান জন্ম দেওয়ার পর খুব বেশি দিনের বিরতি নেবেন না তিনি, যেমন কথা তেমন কাজ।
তবে এবার পরিবারে এল আরেক নতুন সদস্য। সেই সদস্যার সঙ্গে নিজেই সমাজমাধ্যমে সকলের আলাপ করিয়ে দিলেন মানসী। নতুন গাড়ি কিনলেন অভিনেত্রী, পরিবারকে নিয়ে গাড়ির শো রুমে হাসিমুখে দেখা গেল তাঁকে। মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে কেক কাটলেন মানসী। আসলে গাড়ি চালানো মানসীর নেশা ও ভালবাসা। শুটিংয়ে এতদিন নিজেই গাড়ি চালিয়ে গেছেন তিনি। এমনকী সাধের অনুষ্ঠানে নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন অন্তঃসত্ত্বা তিনি।
তাই নতুন নিয়ে অনেক দিনের ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী। দুই সন্তানের মা, কাজ করছেন চুটিয়ে- কয়েকদিনের মধ্যেই নিজের জীবনকে বেশ ভাল মতো গুছিয়ে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ছেলের সঙ্গে ফটোশুট সেরে ফেলেছেন মানসী। সামনে এনেছেন একরত্তিকে। এবার পরিবারের নতুন সদস্যকেও সামনে আনলেন তিনি।
