নিজস্ব সংবাদদতা: প্রয়াত হয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়।  বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। একসময় কলকাতার বুকে রুমকি-ঝুমকি মকি নামে পরিচিত ছিলেন এই দুই বোন। দারুণ জনপ্রিয় ছিল তাঁদের নৃত্যশৈলী। 

 

জানা গিয়েছে, ঝুমা রায়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে আসছেন বলি অভিনেত্রী  রানি মুখোপাধ্যায়ের দাদা  রাজা মুখোপাধ্যায়।  সম্পর্কে দেবশ্রী-ঝুমা তাঁর আপন মাসি হন।

 

 

 

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)