করোনা অতিমারীর সময় অনেক ছবিরই মুক্তি আটকে গিয়েছিল। যে ছবিগুলো মুক্তি পেয়েছিল তার মধ্যে অনেক ছবিই সাফল্যের মুখ দেখেনি। সেই ছবিগুলো পরবর্তীকালে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সৌরভ দাসের 'বিষাক্ত মানুষ'-এর ক্ষেত্রেও ঠিক এই ছবিই ধরা পড়ল। ২৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পেয়েছে এই ছবিটি৷ 'বিষাক্ত মানুষ' ছবির গল্পে জায়গা পেয়েছে এক বিধ্বস্ত লেখকের জীবন৷ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলারের জার্নি থেকে খুঁজে পায় তার নতুন উপন্যাসের প্রেরণা। যেখানে মিলেমিশে যায় শিল্প ও আসক্তির অন্ধকার দিক।
গল্পে অগ্নিভ বসু, মানসিক অশান্তি ও ব্যক্তিগত ট্রমার সঙ্গে লড়াই করা এক ব্যর্থ ঔপন্যাসিক। টানা তিনটি উপন্যাসে ব্যর্থতার পর সে খুঁজে ফেরে জীবনের এক নতুন মোড়। সেই সন্ধানেই তার সাক্ষাৎ হয় তৌফিক আসিফের সঙ্গে। তিনি একজন নেক্রোফিলিক সিরিয়াল কিলার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি। অদ্ভুত এই সম্পর্ক কি অগ্নিভকে এনে দেবে তার কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ উপন্যাস? প্রকাশক-সহযোগী রুক্মিণীর সঙ্গে তার সম্পর্কই বা কোন পথে এগোবে? আর তৌফিকের জীবনের অন্ধকার অধ্যায়গুলোই বা কতটা ভয়াবহ?

ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, শুভম, রূপসা চট্টোপাধ্যায়, অনাংশা বিশ্বাস, সুমনা দাস, যুধাজিৎ সরকার, রানা বসু ঠাকুর, জিনা তরফদার, পলাশ হক ও বিমল গিরি৷ এই ছবিতে সৌরভ ঔপনাসিকের চরিত্রে অভিনয় করেছেন৷ রূপসাকে দেখা গিয়েছে একজন প্রকাশকের চরিত্রে৷ যুধাজিৎকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের চরিত্রে।
