এক সময় স্টার জলসার ধারাবাহিক 'বৌ কথা কও'এর 'নিখিল'-এর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা ঋজু বিশ্বাস। এবার ঋজুর নামে যে অভিযোগ উঠল, তা নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। আর এই অভিযোগকারিনী হলেন বৃষ্টি মণ্ডল নামের এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় যিনি নিজেকে মডেল হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, ঋজু সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে পরিচিতি বাড়ান। পরে অশালীন ব্যবহার করেন।

 

 

এই বিষয়ে অভিনেতা ঋজু বিশ্বাসের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, 'এই বছরটা প্রথম থেকেই আমার খারাপ যাচ্ছে, মায়ের শারীরিক অবস্থার কারণে কলকাতাতে ছিলাম না আমি। হঠাৎ করেই দেখছি আমার সঙ্গে কথা না বলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা খবর ছড়িয়ে পড়েছে। আমার কথা হচ্ছে আমি যদি সত্যিই এতটা অশালীন ব্যবহার করে থাকি তবে আমার বিরুদ্ধে কেন পুলিশের কাছে অভিযোগ করা হল না? এই মহিলার পোষ্টের নিচে আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি সেখানে কোথাও কি মনে হচ্ছে আমি অশালীন ব্যবহার করেছি? শুধু তাই নয় এখন অনেক মহিলায় লিখছেন আমি নাকি সকলকেই মেসেজ করেছি এবং মেসেঞ্জারে অশালীন মন্তব্য করেছি, আমি হয়তো কাউকে বলেছি সুন্দর দেখাচ্ছে, বা খুব স্বাভাবিক কিছু কথোপকথনকে কেউ যদি অশালীন মন্তব্য বলেন তাহলে সেই স্ক্রিনশট আমায় দেখাক, আমি চাই সেটা প্রমাণ করুক।'"

 

ঋজু আরও বলেন, "যিনি অভিযোগ করেছেন তিনি নিজে আমায় ফোন করতে বলেন তারপর আমি তাকে বলি তুমি ফোন করো যদি প্রয়োজন হয়, তখন সে আমাকে নানা ধরনের খারাপ কথা বলতে শুরু করেন। যার প্রমাণ আমার কাছে আছে এবং তার পোস্টের নিচে তার পোষ্টের নিচে আমি সেই সব স্ক্রিনশট দিয়েছি। এখন আর পোস্টটি নেই কারণ মেটা থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। যারা যারা আমার বিরুদ্ধে কথা বলছেন যাদের সঙ্গে আমি মেসেঞ্জারে অশালীন ব্যবহার করেছি, আমি চাই তারা প্রমাণ দিক। আমি নিজে আইনের সাহায্য নিয়েছি। এবার যা হবে পুরোটাই আমার উকিল বুঝবেন এবং আইনি মতে হবে। আমি যদি নিজে ভুল করতাম তাহলে আমি কেন পুলিশের কাছে যেতাম। কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল নয়। সেখানে এরকম একটি পোস্ট দেখে আমি হতবাক। এবং একজন বলা মানে সেখানে আরও বহু মানুষ বলতে শুরু করেন। আমাদের টার্গেট করা খুব সোজা, আমাদের নিয়ে খারাপ কথা বললে সহজে খবরে আসা যায়। আমি এটুকুই বলতে চাই যে মহিলারা আমার বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ করছেন, তারা আমাকে প্রমাণ দিক।'

 


ওই মহিলার অভিযোগের পোস্ট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চলছে নানামুখী প্রতিক্রিয়া। এই পোস্টের নিচেই আরও অন্য মেয়েরাও মন্তব্য করেছেন, তাঁরাও নাকি একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বৃষ্টি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি কোনওদিন এই ধরনের পোস্ট করিনি। তবে আজকে মাত্রা ছাড়িয়েছে। উনি আমাদের বাংলা টেলিভিশনের স্বল্প জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস। প্রথমে সোশ্যাল মিডিয়ায় আমার প্রশংসা করে। তারপর আমার থেকে হোয়াটসঅ্যাপ নম্বর চায়। নম্বর দেওয়ার পর কিছুদিন হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করত। এরপর ফোন করার জন্য জোর করতে থাকে। জানি না অডিও না ভিডিও কলের কথা বলেছে। কিন্তু আমি করিনি। আমাকে জোর করতে থাকে, ভয় দেখাতে থাকে। তখন আমি কিছু নোংরা শব্দ ব্যবহার করি। আর এই নিয়ে আমি একেবারেই লজ্জিত নই।’

 

 

আরও পড়ুন: নিজের আবাসনেই সুরক্ষিত নন শ্রীলেখা মিত্র! কী কারণে চরম হেনস্থার শিকার অভিনেত্রী?

 

 

তিনি আরও লেখেন, ‘আমি এটা পোস্ট করতাম না, কিন্তু সবাইকে জানাতে চাই যে আজকের দিনে কাওকেই বিশ্বাস করা উচিত নয়। এই মানুষটা এখনও আমাকে ভয় দেখিয়ে চলেছে, আমাকে এখনও থ্রেট করছে সাইবার ক্রাইমের নাম নিয়ে।’, আরও লিখেছিলেন বৃষ্টি। ২৮ অক্টোবর তিনি পোস্টটি করেন। যদিও বর্তমানে সেই পোস্ট মুছে ফেলেছেন বৃষ্টি।