নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা রাহুল মজুমদার। তাঁকে দর্শক শেষ দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'-এ 'শঙ্কর'-এর চরিত্রে। ধারাবাহিক চললেও বিরতি নিয়েছিলেন রাহুল। জানিয়েছিলেন সন্তানের জন্মের পর তাকে বেশকিছু সময় দিয়ে ফের পর্দায় ফিরবেন তিনি। 

 

 

 

এরপর রাহুল ও স্ত্রী প্রীতির কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। মেয়ের বয়স পাঁচ মাস হতেই সুখবর নিয়ে হাজির অভিনেতা। সূত্রের খবর, ফের ছোটপর্দায় ফিরছেন রাহুল। এবার জি বাংলার হাত ধরে নতুন গল্প নিয়ে আসছেন অভিনেতা। 

 

 

বহুদিন ধরেই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। এবার সেই অপেক্ষার অবসান। জানা যাচ্ছে, নতুন গল্পে রাহুলের চরিত্রটি একেবারে অন্যরকম। এর আগে এই ধরণের চরিত্রে দর্শক আগে দেখেননি তাঁকে। কিন্তু কোন নায়িকার সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি? টলিপাড়ার জোর গুঞ্জন, গল্পের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। যদিও এই বিষয়ে নিশ্চিত করেননি চ্যানেল কর্তৃপক্ষ। 

 

 

চলতি মাসেই হবে ধারাবাহিকের প্রোমো শুটিং। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি বলেই খবর। তবে এক অসমবয়সী প্রেমের গল্পে ধরা দেবেন নায়ক-নায়িকা এমনটাই জানা যাচ্ছে।