নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের ঘরে 'লক্ষ্মী'র আগমন হয়েছিল। ১৪ আগস্ট দুপুর ৩টে নাগাদ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রীতি। ২০২০ সালে চার হাত এক করেন রাহুল এবং প্রীতি। অভিনয়ের মাধ্যমেই একে অপরের সঙ্গে আলাপ তারপর প্রেম এবং অবশেষে নতুন জীবন শুরু করেন রাহুল ও প্রীতি। এবার তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এই সুখবর জানান অভিনেতা।
কিছুদিন আগেই স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন রাহুল। সেই ধারাবাহিককেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন 'শংকর'। পর্দার সঙ্গে এবার যেন মিলে গেল বাস্তবের গল্প।
কিন্তু এর মাঝেই মেয়েকে নিয়ে বড় ঘোষণা করলেন এই তারকা জুটি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম প্রকাশ করলেন তাঁরা। জানালেন, একরত্তির নাম রেখেছেন 'আইরা'। এই নামের আক্ষরিক অর্থ হল নীতি। রাহুল আর প্রীতির নামের সঙ্গে মিল রেখেই মেয়ের এই নাম রাখলেন তাঁরা। আপাতত নতুন অতিথিকে নিয়ে দারুণ ব্যস্ত দু'জনেই। তবে এইমুহুর্তে না হলেও আরও কিছুদিন পরে হয়ত কাজে ফেরার কথা ভাববেন রাহুল এবং প্রীতি দু'জনেই।
