নিজস্ব সংবাদদাতা: সাইবার ক্রাইম, দূর্ণীতি যেন এখন চোখের নিমেষে ঘটছে। এর জাল থেকে যেন রেহাই পাচ্ছে না কেউই। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সবাই জর্জরিত এই জালের খপ্পরে। এখন চারিদিকে এমন জালিয়াতির খবর পাওয়াই যায়। এই ধরনের ঘটনা এখন নতুন নয়। এই জালিয়াতির খপ্পরে পড়ে বহু তারকারাও হারিয়েছেন নিজের জমানো টাকা। কেউ ঘুরতে গিয়ে আবার কেউ শহরে বসেই এর শিকার। 

 

 

 

এবার জালিয়াতির পাল্লায় পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ৫৫০০ টাকা চোট গিয়েছিল তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেতা। রাহুল লেখেন, 'একজন সাইবার অপরাধী আমার সঙ্গে ৫৫০০ টাকা জালিয়াতি করেছে। আমি কলকাতা পুলিশকে রিপোর্ট করেছি এবং ১২ ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত পেয়েছি। গল্ফ গ্রিন থানা এবং এসএসডি সাইবার সেলকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য।'

 

আরও পড়ুনঃ ক্যাফেতে গুলি চালানোর পর এবার কপিলকে সরাসরি হুমকি জঙ্গি নেতার! আতঙ্কে রাতের ঘুম উড়ল 'শর্মাজি'র

 

ঠিক কীভাবে হয়েছিল এই জালিয়াতি? চোখের নিমেষে কীভাবে রাহুলের টাকা চোট গেল? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "সদ্য একটা গাড়ি কিনেছি। তাই অচেনা নম্বরে একটা ফোন আসায় তড়িঘড়ি ধরে নিই। তারা জানায়, গাড়ির কিছু ইন্সুরেন্সের জন্য ৫৫০০ টাকা লাগবে। ওদের কথা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়। তাই টাকাটা দিয়ে দিই। পরে যখন গাড়ির কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি ওদের এরকম কোনও স্কিমই নাকি নেই। বুঝতে পারি জালিয়াতি হয়েছে আমার সঙ্গে। তখনই থানায় যোগাযোগ করি এবং পরে টাকাটা ফেরত পাই।" 

 

 

 

রাহুল আরও বলেন, "এক্ষেত্রে একটা বিষয় আশ্চর্যের লাগলো। নম্বরটি ছিল একজন ডেলিভারি বয়ের। যার সঙ্গে এই জালিয়াতির সংস্থার কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর নম্বরটি ব্যবহার করে এই কাজ করা হয়েছে। এর ফলে আমার যেমন টাকা চোট গিয়েছে, তেমনভাবেই তো ওই নির্দোষ ছেলেটিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে অজান্তেই। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে চিরতরে, তার উপায় সত্যিই জানা নেই। এতদিন ভাবতাম আমি খুব চালাক, এসবের খপ্পরে কোনওদিন পড়ব না। কিন্তু আমিও শেষমেশ বোকা হয়ে গেলাম।"

 

 

 

প্রসঙ্গত, আগামীতে একগুচ্ছ ছবিতে দেখা যেতে চলেছে রাহুলকে। তার মধ্যে অন্যতম পরিচালক মৈনাক পাল-এর দ্বিতীয় ফিচার ফিল্ম 'অজান্তে'। ছবিতে লেখকের চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

 

 এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার 'রাঙ্গামতি'। মনিষা মণ্ডলকে এখন দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'রাঙ্গামতি তীরন্দাজ'-এ নায়িকার চরিত্রে। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় যাত্রা শুরু করছেন মনিষা। ছবিতে রাহুলের সঙ্গে পর্দা ভাগ করতেও দেখা যাবে তাঁকে।

 

 

 

 

ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছবিতে আবারও একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটির একসময় রাইটার্স ব্লক আসে, সেইসময় সে নিজেকে আসতে আসতে সমাজের থেকে গুটিয়ে নিতে থাকে। এরপর তার জীবনে এক পরিবর্তন আসে। এই নিয়েই এগোয় গল্প।"

 

 

আর পি এস প্রডাকশনের ব্যানারে প্রযোজক রাখি পালের হাত ধরে আসছে এই ছবি। উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং। ইতিমধ্যেই শেষ হয়েছে ডাবিং। চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা ছবিটির।