নিজস্ব সংবাদদাতা: দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল। সেই আবহেই পরিচালক নীরজ পাণ্ডের সঙ্গে এবার হাত মেলাচ্ছেন বলি অভিনেতা ইমরান হাশমি। নীরজের আসন্ন সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। সিরিজে থাকবে ভরপুর থ্রিলারের আবহ। নাম 'তাসকারি'। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে সিরিজটি।

 

জানা যাচ্ছে, সারা বিশ্বের গুপ্তচরদের নানা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি। শুটিং হবে দেশ-বিদেশের নানা প্রান্তে, খবর এমনটাই। কিন্তু এই সিরিজের চমক হয়ে থাকছে টলিউড যোগ! 'তাসকারি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার পরিচিত মুখ নীলাঞ্জন দত্তকে। 

 

এর আগে নীরজ পাণ্ডের 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ কাজ করেছেন নীলাঞ্জন। টলিউডের একাধিক তারকার সঙ্গে তিনিও রয়েছেন এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে। ফের একবার নীরজের সিরিজে কাজ করার জন্য মুম্বই পাড়ি দিয়েছেন নীলাঞ্জন। গল্পে ইমরান হাশমির সঙ্গে তাঁর চরিত্রের কোনও যোগসূত্র আছে কিনা তা এখনও জানা যায়নি।