ঘোর বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা। ইডির সমন গেল অভিনেতার কাছে! বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই এই হাল হল অভিনেতার। টলিপাড়ার অন্দরে শনিবার সকাল থেকেই এমন খবর ঘুরছে।

 


এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছিল বেআইনি বেটিং অ্যাপের প্রচারের জন্য। সেই তালিকায় যেমন বিজয় দেবরকোন্ডা, রাণা ডগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ-হরভজন-সহ একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা।

 

আরও পড়ুন: শুটিং ফ্লোর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন শ্বেতা? নাম না তুলে কোন বিস্ফোরক সত্যি ফাঁস করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী? 

 

বেটিং অ্যাপগুলির মাধ্যমে অবৈধভাবে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। হাওয়ালা চক্রের মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও সন্দেহ করছে তদন্তকারীরা। পুজোর আগেই অঙ্কুশকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ওই অ্যাপ প্রচারের বিনিময়ে প্রাপ্ত অর্থ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে।

 

আরও পড়ুন: প্রেম-নস্ট্যালজিয়া না শহুরে বিচ্ছেদ? মৈনাক ভৌমিকের 'মেড ইন কলকাতা' কোন গল্প বলবে?

 

জানা যাচ্ছে, ১৬ সেপ্টেম্বর ইডির দরবারে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে এবং হোয়াটসঅ্যাপে তিনি অধরা। 

 

আরও পড়ুন: আগুন নাচ, বারুদ লিরিক্স! মিলিয়ন ভিউ নিয়ে সীমারেখা ভাঙল ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, কী বলছেন গীতিকার জিনিয়া

 

প্রসঙ্গত, চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে অঙ্কুশের 'রক্তবীজ'। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির টিজার থেকে শুরু করে গান, ইতিমধ্যেই দর্শকের মনে ছবি ঘিরে কৌতূহল জাগিয়েছে। কিন্তু এর মধ্যেই অঙ্কুশের আইনি জটিলতা ছবির উপরে কোনও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে ভাবাচ্ছে। এই মুহূর্তে অঙ্কুশকে দেখা যাচ্ছে জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে। সঞ্চালকের ভূমিকায় এই শো-এ দেখা যাচ্ছে তাঁকে।