প্রেম-বন্ধুত্ব-নস্ট্যালজিয়া ঘিরে শহর কলকাতা। মহানগরের বুকে প্রতিদিন লেখা হয় সহস্র না বলা প্রেম। গোধূলির রঙে মিশে যায় বিচ্ছেদের ব্যথারা। নবীন প্রজন্ম থেকে শুরু করে জীবনের অধ্যাবসায় পর্যন্ত, কত কাহিনি রয়ে যায় স্মৃতির পাতায়! এই সবকিছুকে একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
বেশ কয়েকটি ছবিতে টানটান রহস্যের পর এবার অন্য ছন্দে ফিরছেন পরিচালক। তাঁর আগামী ছবি হয়ে আসছে 'মেড ইন কলকাতা'। স্টুডিও ব্লোটিং পেপারসের প্রযোজনায় আসছে এই ছবিটি। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে একঝাঁক তারকাকে।

থাকছেন সৌম্য মুখোপাধ্যায়, অঙ্গনা রায়, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত, মেঘা চৌধুরী, সপ্তর্ষি মৌলিক, শ্রীমা ভট্টাচার্য, শিঞ্জিনী চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যেতে পারে টলিউডের ছোটপর্দায় একাধিক তারকাকে। শুক্রবার হয়ে গেল ছবির মহরত। সেপ্টেম্বরের শুরুতেই হবে শুটিং শুরু। শহর কলকাতা জুড়ে চলবে শুটিং পর্ব।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে দেবলীনা-অর্পণ! ছাপোষা প্রেমের গল্পে কোন ওটিটিতে ধরা দিচ্ছেন দুই তারকা?

ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পরিচালক মৈনাক ভৌমিক বলেন, "পরপর থ্রিলার ছবির শেষে এই ছবিকে স্বাদ বদল বলা যেতে পারে। নস্ট্যালজিয়ার মানে কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভিন্ন। আমার চোখে একটা দুর্গাপুজো, একটা স্পেশাল দিনই নস্ট্যালজিয়া। অনেকের কাছে বিদেশে থেকে বাড়ির কথা মনে পড়লে নস্টালজিক লাগে। অনেকে আবার প্রাক্তনের কথা ভেবে নস্টালজিক হয়ে পড়েন। আমার এই ছবিতে এইসব ভাবনাগুলোকে দর্শক একসঙ্গে দেখবেন। চরিত্রদের সঙ্গে নিজেদের ভাবনার মিল খুঁজে পাবেন।"
আরও পড়ুন: কীভাবে কমলিনীর 'চিরসখা' হয়ে উঠল স্বতন্ত্র? কবে থেকে শুরু হয়েছিল দু'জনের না বলা প্রেম?
মৈনাক জানান, শুটিং শুরু করলেও ছবির মুক্তি নিয়ে এখনও পর্যন্ত ভাবেননি তিনি। আগে শুটিং শেষ করবেন, তারপর বড়পর্দায় মুক্তি নিয়ে এগোবেন।
আরও পড়ুন: আসছে 'ফেলুদা ফেরত ২', টোটাকে নিয়ে এবার কোন রহস্য-অভিযানে পাড়ি দেবেন সৃজিত মুখোপাধ্যায়?
প্রসঙ্গত, কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বাৎসরিক'। ভৌতিক ঘরানার এই ছবিতে দেখা গিয়েছিল শতাব্দী রায়, ঋতাভরী চক্রবর্তীকে। এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করেছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এ ছবি ছিল গা ছমছমে ভয়ের। অর্থাৎ সহজ কথায় পারিবারিক ভূতের ছবি!সেই ছবি বড়পর্দায় দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
