ফের ফিরছে ‘অবতার’! এবার আগুন আর ছাইয়ের রাজ্যে! জেমস ক্যামেরন তাঁর বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ঝলক প্রকাশ করলেন। এবার গল্পে প্রবেশ করছে এক নতুন ও ভয়ংকর ভিলেন— ভ্যারাং, যাঁকে রূপায়ণ করছেন ওনা চ্যাপলিন। ভ্যারাং হলেন অ্যাশ জনজাতি (Ash People) নামের এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি জাতির নেত্রী। আগুনের রাজ্যে বসবাস করা এই আদিম গোষ্ঠীর জীবন কঠোর, রুক্ষ এবং বেঁচে থাকার লড়াইয়ে পূর্ণ। আরও ভাল করে বললে, ওনা চ্যাপলিন অভিনীত ভ্যারাং হলেন অ্যাশ জনজাতির নেত্রী, এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি উপজাতির যোদ্ধা। তিনি নরম সুরে কথা বলেন না—তিনি শাসন করেন।এই নাভিরা নয় সমুদ্রের শান্ত সন্তান। এরা আগুনে পোড়া, প্রতিশোধে পোড়া।

এই সিনেমা মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে প্রত্যাশার জোয়ার, আর সেই উত্তেজনার মাঝেই ক্যামেরন জানালেন কেন তিনি জীবনের দু'দশক ধরে শুধুমাত্র ‘অবতার’ সিরিজের সঙ্গেই যুক্ত থেকেছেন।
এর নেপথ্যে কিন্তু মোটা টাকা কমানোর কোনও ইচ্ছে নেই। রয়েছে পৃথিবী বাঁচানোর স্বপ্ন! সম্প্রতি দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন— “গত ২০ বছর ধরে আমি নিজেকে এই যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে, আমরা কত টাকা কামালাম সেটা মুখ্য নয়। আমি চাই এই ফ্র্যাঞ্চাইজি কিছু ভাল কাজ করুক, মানুষকে প্রকৃতির সঙ্গে পুনরায় যুক্ত করুক, আমাদের হারিয়ে যাওয়া সেই সত্ত্বাকে ফিরিয়ে আনুক যা প্রকৃতিকে শ্রদ্ধা করে।”
তাঁর মতে, ‘অবতার’ কোনও জাদুকরি সমাধান নয়, কিন্তু বিনোদনের আবরণের মধ্যে দিয়ে এটি দর্শকের মন ও চিন্তায় পরিবেশ-সচেতনতার বার্তা পৌঁছে দেয়— যেন এক ধরনের “ট্রোজান হর্স স্ট্র্যাটেজি”।
 
 ক্যামেরন শুধু ‘অবতার’-ই নন, বরং ইতিহাসের অন্যতম সফল ছবি ‘টাইটানিক’-এর পরিচালকও। লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত সেই ছবি জিতে নিয়েছিল ১১টি অস্কার। তবুও তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর সৃজনশীল শক্তি এখন প্রায় পুরোপুরি প্যান্ডোরার দুনিয়ায় নিবেদিত।
জোরকদমে চলছে ‘অবতার’ ৪ ও ৫-এর প্রস্তুতি। এর আগেই এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন জানিয়েছিলেন যে, ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর তিনি ‘অবতার ৪’ এবং ‘অবতার ৫’ বানানোর কাজ শুরু করবেন। এই সিক্যুয়েলগুলো হবে গল্পের বিশাল পরিসরের সমাপ্তি অধ্যায়, যা দর্শকদেরকে প্যান্ডোরার নতুন রহস্যে নিয়ে যাবে।
‘অবতার’-এর ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন প্রজেক্টের ঘোষণাও করেছেন জেমস ক্যামেরন। অবতার-এর বাইরে ক্যামেরন সম্প্রতি ঘোষণা করেছেন ‘ঘোস্টস অফ হিরোশিমা’— চার্লস পেলেগ্রিনোর উপন্যাস অবলম্বনে নির্মিত একটি হৃদয়বিদারক চলচ্চিত্র, যা ১৯৪৫ সালের পারমাণবিক হামলার ভয়াবহ পরিণতি তুলে ধরবে। এছাড়া তিনি কাজ করছেন জো অ্যাবারক্রমবির ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য ডেভিলস’-এর চলচ্চিত্র রূপায়ণে।
‘অবতার ৩’-এর মুক্তির তারিখ নিয়ে অপেক্ষারত বিশ্ব। ‘অবতার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। ক্যামেরনের কথায়, “এটা শুধু সিনেমা নয়, এটা একটা অভিজ্ঞতা— হয়তো একদিন মানুষ বুঝবে, এই গল্পটা শুধু নীলরঙা ভিনগ্রহীদের নয়, আমাদের নিজেদের সম্পর্কেও।”
