টিআরপি-র লড়াই মুখের কথা নয়। খেলা ঘুরতে সময় লাগে মাত্র এক সপ্তাহ। পুরনো সমস্ত মেগাকে ছাপিয়ে গেল স্টার জলসার 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'! খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবুও আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনি যে বরাবরই দর্শকের মন জয় করে তা আরও একবার প্রমাণ করল এই মেগা। চলতি সপ্তাহে এক নম্বরে নিজের জায়গা দখল করল 'ভবানী'। পেল ৭.১ নম্বর। 


দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'পরিণীতা'। অনেকদিন পর নম্বর বাড়িয়ে উঠে এসেছে এই ধারাবাহিক। তবে একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হল পারুল-রায়ানের। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে ৬.৮ পেয়ে রয়েছে 'পরশুরাম'। শুরুর সপ্তাহ থেকে একটানা প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। গল্পের নিত্য নতুন চমক দর্শকের দারুণ পছন্দ। তবে এই সপ্তাহে 'ভবানী'র কাছে হার মানতে হল তাকে। চতুর্থ হয়েছে 'জগদ্ধাত্রী'। ৬.৭ পেয়ে মোটামুটি নিজের জায়গা ধরে রেখেছে সে। 

 


এদিকে, একেবারে পঞ্চমে এসে ঠেকেছে 'ফুলকি'। এক সময়ের 'বেঙ্গল টপার' তকমা পাওয়া এই মেগাকে বহুদিন ধরেই আর দেখা যায় না 'সেরার সেরা' তালিকায়। এদিকে, একই স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ' এই সপ্তাহে ফুলকি-রোহিত ও রাঙা-একলব্যর ঝুলিতে ৬.৪। ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার'। নায়ক-নায়িকার মধ্যে বিতর্ক চললেও ধারাবাহিকের উপর যে তার প্রভাব পড়েনি সেটা বোঝাই যাচ্ছে। এবার এই মেগা পেয়েছে ৫.৭। 

 

আরও পড়ুন: গোপনে এল সুখবর! দ্বিতীয়বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ, কন্যা না কি পুত্র -কে এল ঘরে?

 

সপ্তমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.১ পেয়ে এই জায়গায় রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। এখন শুভলক্ষ্মী ও আদৃতের ঘরে ফেরার পর্ব ভালই টিআরপি দিচ্ছে। অষ্টমে ৫.০ নম্বর পেয়ে আছে 'দাদামণি'। গল্পের মোড়ে সোম-পার্বতীর না বলা প্রেমের গল্পকেও ভালবাসা দিয়েছেন দর্শক। ৪.৭ নম্বর পেয়ে নবমে 'কথা'। বহুদিন পর টিআরপি তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। এক সময় প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এখন আর এক থেকে দশেও নজর কাড়ে না কথা-এভির গল্প। তবে এই সপ্তাহে একটু যেন আশার আলো দেখলেন এই ধারাবাহিকের অনুরাগীরা। দশম স্থানে 'কুসুম'। প্রাপ্ত নম্বর ৪.২। শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মহলে নানা চর্চা চললেও কিন্তু শেষমেশ নিজের মান রাখল 'কুসুম'। 

 


আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক। সেই জেরে শেষ কিংবা বন্ধ হওয়ার মুখে একাধিক ধারাবাহিক। এখন টিআরপি-র লড়াইয়ে কার জায়গা কোথায় হয়, সেটাই দেখার।