সকাল সকাল বড় চমক! ফের কন্যাসন্তানের বাবা হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিলেন টলিউডের 'হীরালাল', অভিনেতা কিঞ্জল নন্দ। স্ত্রী নম্রতা ভট্টাচার্য জন্ম দিলেন তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানের। গোপনীয়তা বজায় রেখেই পরিবারে এল নতুন অতিথি— তাই বিস্ময়, আনন্দ আর আবেগে ভরে উঠল অনুরাগী মহল।
সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল লিখেছেন—
“আমার জীবনে দ্বিতীয় কন্যাসন্তান আশায় আমি ধন্য। ধন্যবাদ বিশ্বকে, ভগবানকে, পরিবারকে এবং নম্রতাকে। ভালোবাসি তোমায়।”

লক্ষ্মীবারে ঘরে লক্ষ্মী, তাই খুশির মাত্রা দ্বিগুণ! শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে কিঞ্জলের সোশ্যাল মিডিয়া।
চিকিৎসক-অভিনেতা হিসাবে এমনিতেও নিজের জীবন ব্যালান্স করে চলেন কিঞ্জল।
একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আপিস’-এ সন্দীপ্তার বিপরীতে নজর কেড়েছেন কিঞ্জল। পাশাপাশি নতুন ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন। বড় পর্দা থেকে মঞ্চ— সর্বত্র সমান জনপ্রিয় এই অভিনেতা।
কলেজফ্রেন্ড থেকে লাইফপার্টনার - কিঞ্জল ও নম্রতার প্রেম শুরু হয়েছিল কলেজ থেকেই। বন্ধুত্বই বদলে যায় ভালোবাসায়। ২০২২ সালে বিয়ে, ২০২৪-এ প্রথম কন্যাসন্তান। দেড় বছরের মধ্যে দ্বিতীয় সন্তানের আগমন। আর নম্রতা ভট্টাচার্য নিজেও চিকিৎসক, আর জি করের মঞ্চে সন্তান কোলে নিয়েও দেখা গেছে তাঁকে।
এইমুহূর্তে টলিউডে তারকা বাবা-মার যেন খুশির হিড়িক। কিছুদিন আগেই মা হয়েছেন ছোট পর্দার অহনা। কম বয়সে মা-বাবা হচ্ছেন একাধিক তারকারা। দ্বিতীয় সন্তানের পথে পা বাড়িয়েছেন শুভশ্রী, কোয়েল, জিৎ-এর মতো তারকারাও। সেই তালিকায় এবার নাম লেখালেন কিঞ্জল-নম্রতা। এছাড়াও অল্প বয়সে মা বাবা হওয়ার পাশাপাশি, দ্বিতীয় সন্তান নিচ্ছেন একাধিক তারকারাই।
সন্তান জন্মের পর কিছুটা সময় পুরোপুরি পরিবারকে দিতে চান কিঞ্জল। আবারও একবার প্রমাণ করলেন— পর্দার বাইরে, বাস্তব জীবনেও তিনি একজন দায়িত্ববান ও সংবেদনশীল মানুষ।
