চলতি সপ্তাহে টিআরপি-র দৌড়ে যেন শুরু হয়েছে এক হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে একচুল জমি ছাড়তে রাজি নয়। প্রতিটি ধারাবাহিকেই গল্পের নাটকীয় বাঁক, প্রেম-অভিমান আর চমকের পর চমক—সব মিলিয়ে দর্শক মুগ্ধ।
এই প্রতিযোগিতার মাঝেই আবারও সবার নজর কেড়ে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। পারুল ও রায়ানের মন ছুঁয়ে যাওয়া রসায়ন, তাদের জীবনের টানাপোড়েন আর অনবরত পরিবর্তনশীল গল্পের মোড় দর্শকদের বেঁধে রেখেছে পর্দার সামনে।
ফলাফল? টিআরপি দৌড়ে আবারও শীর্ষে ‘পরিণীতা’—৬.৮ নম্বর পেয়ে বছরের এই সময়ে সেরার মুকুট জিতেছে ধারাবাহিকটি।
তবে পিছিয়ে নেই ‘পরশুরাম আজকের নায়ক’-ও। একসময় টানা প্রথম স্থানে থাকা এই ধারাবাহিক এবার শীর্ষস্থান হারালেও লড়াই ছাড়েনি একটুও। পরশুরাম ও তটিনীর সম্পর্কের ওঠাপড়া, রোমান্টিক রসায়ন এবং আবেগঘন মুহূর্ত এখনও দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। টিআরপি তালিকায় ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি।
নতুন করে জনপ্রিয়তার পালে হাওয়া লেগেছে ‘জগদ্ধাত্রী’-র। দুর্গার বিয়ের বিশেষ পর্ব দর্শকদের মন জয় করেছে, আর সেই রেশ স্পষ্ট টিআরপি চার্টেও। বহুদিন পর তলানি থেকে উঠে এসে চলতি সপ্তাহে ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। সঙ্গে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। একদিকে আর্য-অপর্ণার প্রেমের মিষ্টি রসায়ন, অন্যদিকে মীরার স্পৃহা—এই দ্বন্দ্বেই গল্পের গতি ক্রমে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ধারাবাহিকের মুহূর্তে দর্শক একেবারে বুঁদ। টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বর ৬.২।
পঞ্চম স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘আমাদের দাদামণি’ ও ‘ফুলকি’। দুই ধারাবাহিকই প্রতি সপ্তাহে নতুনত্বের গল্প, পারিবারিক টানাপোড়েন এবং আবেগময় মুহূর্তে দর্শকদের মন জয় করছে। টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বর ৬.১।
ষষ্ঠ স্থানে প্রবীণ এবং নবীনের মিলন। একসময় টিআরপি তালিকার শীর্ষে থাকা জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবার ৫.৮ নম্বর পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। তার সঙ্গেই তালিকার একই স্থানে জায়গা পেয়েছে একেবারে নতুন মুখ ‘ও মোর দরদিয়া’, যা মাত্র কয়েক সপ্তাহ আগেই সম্প্রচার শুরু হলেও দ্রুত দর্শকমনে জায়গা করে নিয়েছে।
সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’। স্বতন্ত্র ও কমলিনীর বিয়ের পর্ব নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, আর তারই প্রতিফলন মিলেছে টিআরপি তালিকাতেও। চলতি সপ্তাহে ধারাবাহিকটি ৫.৫ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে। প্রেম, আবেগ আর পারিবারিক বন্ধনের মিশেলে ‘চিরসখা’ এখনও ধরে রেখেছে নিজের জনপ্রিয়তা।
অষ্টম স্থানে ৫.৪ পেয়ে রয়েছে ‘জোয়ার ভাটা’ এবং ‘লক্ষ্মীর ঝাঁপি’। নবম স্থানে ‘তুই আমার হিরো’। প্রাপ্ত নম্বর ৫.১। দশে রয়েছে ‘কনে দেখা আলো’। নম্বর পেয়েছে ৪.৯।
