পুজোর আবহে চাপ পড়বে টিআরপিতে, এমনটাই মনে মনে ভেবেছিলেন দর্শক। তবে পুজোর সপ্তাহে খেলা ঘুরল টিআরপি তালিকায়। বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার 'পরিণীতা'। ৬.৫ নম্বর পেয়ে ফের 'বাংলা সেরা'র খেতাব জিতল এই ধারাবাহিক। 'পরিণীতা'র জন্য এক ধাপ পিছিয়ে এল স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই সপ্তাহে ৫.৯ নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এবার নম্বরের অনুপাতে নেমে এল এই গল্প। 

 


এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার দাপটে বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক। 'ফুলকি' ও 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র সঙ্গে তৃতীয় হয়েছে 'জগদ্ধাত্রী'। এই সপ্তাহে তিন ধারাবাহিকের যৌথভাবে প্রাপ্ত নম্বর ৫.৮। চতুর্থ স্থানেও এবার তিন তিনটি মেগা‌। 'চিরদিনই তুমি যে আমার', 'দাদামণি' ও 'রাঙামতি তীরন্দাজ'‌‌। যৌথভাবে এই তিন ধারাবাহিক পেয়েছে ৫.৭। পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। দুই বোন উজি ও নিশার গল্প বলছে এই মেগা। আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের অভিনয় শুরু থেকেই মন কেড়ে নিয়েছে দর্শকের।

 


ষষ্ঠ স্থানে ৫.২ পেয়ে রয়েছে 'চিরসখা'। গল্পে এসেছে নতুন মোড়। তাই অনুরাগীরা আশা করছেন আগামী সপ্তাহে টিআরপিতে একটা বড় চমক দিতে চলেছে এই ধারাবাহিক। সপ্তমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৮ পেয়ে যৌথভাবে এই জায়গায় রয়েছে 'কথা' ও 'লক্ষ্মী ঝাঁপি'। অষ্টমে ৪.৪ পেয়ে আছে 'তুই আমার হিরো'। নবমেও এবার তিনটি মেগা। ৪.৩ নম্বরে একসঙ্গে রয়েছে 'কনে দেখা আলো', 'গৃহপ্রবেশ' ও 'অনুরাগের ছোঁয়া'। দশম স্থানে রয়েছে 'কুসুম' ও 'কম্পাস'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৬।

 

 

আরও পড়ুন: 'বুড়ো বয়সে ভীমরতি!' হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে চুটিয়ে পরকীয়া এই বর্ষীয়ান অভিনেতার, ঘর ভাঙছে টলিপাড়ার কোন জুটির?

 


চলতি সপ্তাহে নম্বরের নিরিখে মান পড়েছে বেশ কয়েকটি ধারাবাহিকের। তবে চমক দিয়ে টিআরপিতে নিজের জায়গা পাকা করতেও দেখা গিয়েছে কিছু ধারাবাহিককে। আগামীতে আসছে আরও নতুন কয়েকটি ধারাবাহিক। ফিরছে পুরনো জুটিও। শেষও হচ্ছে দর্শকের প্রিয় মেগা। আগামীতে টিআরপিতে কে টিকে থাকে এখন সেটাই দেখার।