গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র নতুন চমক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে।
আরও পড়ুন: মেয়ে কাব্যর প্রথম বিজয়া, সিঁদুরে-আলতায় ছেলে কবীরকে সঙ্গে নিয়ে প্রতিমা বরণে কোয়েল মল্লিক
কিছুদিন আগে সন্তানের জন্ম দিতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে পুতুল। একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে। তাই এখন পুতুল ও তাদের সন্তানকে আগলে রাখে ময়ূখ। এর মাঝেই গল্পে আসতে চলেছে এক বিরাট মোড়। সদ্য মুক্তি পেয়েছে এই মেগার নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে পুতুল ও ময়ূখের হাতে পরিবারের ব্যবসার দায়িত্ব তুলে দিতে চাইছে মাঠান। তবে এত বড় দায়িত্ব হঠাৎ এভাবে এসে পড়ায় বেশ অবাক হয় পুতুল-ময়ূখ।

ঠিক সেই সময় মাঠানকে বাধা দেয় দাদু। দাদুকে বাড়িতে ঢুকতে দেখে খুশিই হয় ময়ূখ। কিন্তু এ কী কাণ্ড? দাদুর সঙ্গে বাড়িতে ঢোকে একজন মধ্যবয়সী মহিলা। রীতিমতো দাদুর হাত ধরে বাড়িতে ঢোকে সে। শুধু তাই নয়, ওই মহিলা জানায় সে পুতুল-ময়ূখের নতুন মাঠান। এই কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের। মাঠানও এই কথা শুনে অবাক হয়ে যায়।
তবে কি এই বয়সে এসে মাঠানকে ঠকালো দাদু? হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে পরকীয়ায় জরালো ময়ূখের দাদু? নাকি এই মহিলার কোনও ষড়যন্ত্রের শিকার সে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
