প্রতি সপ্তাহে দারুণ চমক দিচ্ছে জি বাংলার 'পরিণীতা'। বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথম স্থানে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। এবার 'সেরার সেরা'র মুকুট উঠল পারুল-রায়ানের মাথায়। ৭.৫ পেয়ে টিআরপির প্রথম স্থান দখল করল এই মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। নায়িকার ডবল রোলে বেশ জমে উঠেছে এখন ধারাবাহিক। একদিকে জগদ্ধাত্রী, অন্যদিকে তার মেয়ে দুর্গা। টানটান উত্তেজনায় প্রতি সপ্তাহে চমক দিচ্ছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৬.৭ নম্বরে দ্বিতীয় হয়েছে এই মেগা।

৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। যত বিয়ের দিন এগিয়ে আসছে, তত যেন গল্পের টুইস্ট বেড়ে চলেছে। এর মধ্যেই নিজের আসল পরিচয় ও রাজনন্দিনীর পরিচয় অপুকে জানিয়ে দিয়েছে আর্য। এরপর কোন দিকে মোড় নেয় ধারাবাহিক, সেটাই দেখার।
চতুর্থ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। 'ফুলকি' ও 'পরশুরাম' এই সপ্তাহে যৌথভাবে পেয়েছে ৬.৪। গল্পে নতুন মোড় আসলেও নিজের হারানো জায়গা ফিরে পাচ্ছে না পরশুরাম। পঞ্চমে ৬.২ পেয়ে রয়েছে 'দাদামণি'। এই ধারাবাহিকটিও শুরুর সপ্তাহ থেকেই টিআরপিতে নিজের জায়গা ধরে রেখেছে।
আরও পড়ুন: বেঁচে আছে রামকান্ত, রাজা নয় সন্যাসী রূপে নাটোরে ফিরবে সে! ভবানী কি পারবে তাকে চিনতে?
ষষ্ঠ স্থানে ৬.১ নম্বর পেয়ে আছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। এই সপ্তাহে একটুর জন্য পিছিয়ে এল এই ধারাবাহিক। সপ্তমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৯ পেয়ে যৌথভাবে রয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ও 'জোয়ার ভাঁটা'। একদিকে, রামকান্তর নিখোঁজ হওয়ায় নতুন মোড় এসেছে ভবানীর জীবনে। অন্যদিকে, 'জোয়ার ভাঁটা'য় দুই বোন নিশা ও উজির জীবনেও আসছে বড়সড় পরিবর্তন।
অষ্টম স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। প্রাপ্ত নম্বর ৫.৫। নবমেও একসঙ্গে দুটি ধারাবাহিক। ৫.২ নম্বর পেয়ে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি' ও 'চিরসখা'। ৫.০ নম্বরে দশম স্থানে 'তুই আমার হিরো'।
প্রসঙ্গত, নম্বরের অনুপাতে বেশ ভালই ফল করেছে স্টার জলসা ও জি বাংলার সবকটি ধারাবাহিক। প্রথম পাঁচে যে ক'টি মেগা রয়েছে একে অন্যের থেকে নম্বরে খুব বেশি পার্থক্য ছিল না। আগামীতে দুই চ্যানেলেই আসছে নতুন ধারাবাহিক। কার নম্বর টিআরপির খেলায় কোথায় থাকে, সেই দিকেই নজর থাকবে দর্শকের।
