নিজস্ব সংবাদদাতা: 'বাংলা সেরা' হওয়ার দৌড়ে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার জলসা ও জি বাংলা। 'পরশুরাম' টেক্কা দিচ্ছে নতুন-পুরনো সব মেগাকে। দোসর 'ফুলকি'ও। অর্থাৎ বহুদিন পর আবারও এক নম্বরে জায়গা করল ফুলকি-রোহিতের গল্প। চলতি সপ্তাহে ৬.৭ পেয়ে প্রথম স্থানে এই দুই মেগা।

 

 

 

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। জগদ্ধাত্রী এখন দুর্গা। গল্পের নতুন মোড়ে একটুও জনপ্রিয়তা হারায়নি এই ধারাবাহিক। চলতি সপ্তাহে এই মেগার ঝুলিতে রয়েছে ৬.৪ নম্বর। তৃতীয় স্থানে এবার 'পরিণীতা'। পারুল-রায়ানের কেমিস্ট্রি জমে উঠেছে। চিত্রনাট্যে আধুনিকতা থেকে শুরু করে সিনেমার মতো শুটিং! সব মিলিয়ে আবারও নিজের হারানো জায়গা ফেরত পেতে তৈরি 'পরিণীতা'। এই সপ্তাহে পেয়েছে ৬.৩।

 

 

 

 

চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। যতই অন্য গল্পে টুইস্ট আসুক বা নতুন ধারাবাহিক শুরু হোক, রাঙার জায়গা কেউ টলাতে পারবে না। শুরুর দিন থেকে দারুণ ফল করছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে পেয়েছে ৬.১। পঞ্চমেও স্টার জলসার ধারাবাহিক। কমলিনীর জীবনে নতুন মোড় জমে উঠেছে। ৫.৯ পেয়ে এই স্থানে রয়েছে 'চিরসখা'। 

 

 

 

ষষ্ঠ স্থানে ৫.৫ পেয়ে রয়েছে 'গৃহপ্রবেশ'। সপ্তমে জায়গা পেয়েছে 'কথা'। প্রাপ্ত নম্বর ৫.৪। টিআরপি-তে এবার ৫.৩ নম্বরে অষ্টমে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। নবমে রয়েছে শ্যামলী-অনিকেতের 'কোন গোপনে মন ভেসেছে'। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। আগের তুলনায় একটু নম্বর কমেছে 'চিরদিনই তুমি যে আমার'-এর। এই সপ্তাহে ৪.৮ পেয়ে দশমে রয়েছে এই ধারাবাহিক।