হাড্ডাহাড্ডি লড়াই এই সপ্তাহের টিআরপি তালিকায়। কেউ কাউকে একটুও জায়গা ছাড়তে নারাজ। তাই প্রথম স্থানে বহুদিন পর জায়গা পেল জোড়া মেগা। জি বাংলার দুই ধারাবাহিক 'জগদ্ধাত্রী' ও 'পরিণীতা' একসঙ্গে দিতে নিয়েছে প্রথম স্থান। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.১। 'জগদ্ধাত্রী'তে দুর্গার বিয়ের পর্ব দারুণ পছন্দ করছেন দর্শক। সেই সুবাদে বহুদিন পর এক নম্বরে উঠে এল এই মেগা। অন্যদিকে, পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড়ে দর্শকের আকর্ষণ বাড়ছে রোজ।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে আবারও দুটি ধারাবাহিক। এবার স্টার জলসার 'পরশুরাম' ও জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' একসঙ্গে এই স্থানে রয়েছে। দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.৯। তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। এখন রোহিত-ফুলকি নয়, অরণ্য ও ফুলকির গল্প দেখছেন দর্শক। তবে নায়কের পরিচয় বদলে গেলেও নায়কের চরিত্রে অভিষেক বসুকেই দেখা যাচ্ছে। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬।
আরও পড়ুন: দর্শকদের প্রশংসা পেয়েও কেন নন্দনে নেই কোয়েল-রঞ্জিতের ‘স্বার্থপর’? অবশেষে মুখ খুললেন নায়িকা
চতুর্থ স্থানে রয়েছে আবারও জোড়া ধারাবাহিক। ৫.৫ পেয়ে 'দাদামণি' ও 'রাঙামতি তীরন্দাজ' এই জায়গায় আছে। একদিকে, জি বাংলার 'দাদামণি'তে যেমন শহরে এসে সোম-পার্বতীর পথ আলাদা হয়ে যাওয়ার ট্র্যাক আসছে। অন্যদিকে, রাঙা ও একলব্যর ভুল বোঝাবুঝিও চরম আকার ধারণ করেছে। তাই দুই ধারাবাহিকেই চলছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব।
পঞ্চমে ৫.২ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। এখন গল্পে রামকান্তকে নিখোঁজ দেখানো হলেও, তার মৃত্যু হয়নি। জানা যাচ্ছে, রামকান্ত খুব তাড়াতাড়ি নাটোরে ফিরবে। তবে রাজা নয়, এবার সন্যাসীর রূপে দেখা যাবে তাকে।
এদিকে, টিআরপির সেরা পাঁচ থেকে ছিটকে গিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। রয়েছে 'চিরসখা', 'ও মোর দরদিয়া' ও 'লক্ষ্মী ঝাঁপি', যা পেয়েছে ৪.৯ রেটিং। সপ্তম স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা', পেয়েছে ৪.৮ নম্বর। অষ্টমস্থানে রয়েছে 'তুই আমার হিরো', পেয়েছে ৪.৬ নম্বর। নবমস্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ', পেয়েছে ৪.১ নম্বর। দশমস্থানে রয়েছে দু'টি ধারাবাহিক 'কুসুম' ও 'কম্পাস', একসঙ্গে পেয়েছে ৩.৯।
