টিআরপি-তে বরাবরই নিজের জায়গা ধরে রাখছে স্টার জলসার 'পরশুরাম'। এবারও রেটিং চার্টে পরশুরামের জয়জয়কার। ৭.০ নম্বরে প্রথম স্থান দখল করেছে এই মেগা। গত সপ্তাহ থেকে দু'নম্বরে জায়গা করেছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'‌। এবারও তাই-ই হল। বিদ্যার দাপটে ৬.৯ নম্বরে এই স্থানে জায়গা করে নিল মেগা। তৃতীয় স্থানে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। আবারও জমে উঠেছে পারুল-রায়ানের গল্প। এখন কলেজ পাশ করে চাকরি শুরু করেছে পারুল ও রায়ান‌। সেখানেও দারুণ টুইস্ট নিয়ে আসছে এই মেগা। 

 

 

চতুর্থ স্থানে ফের জায়গা দখল করেছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌, পেয়েছে ৬.২। পঞ্চমে রয়েছে এবার জোড়া ধারাবাহিক। 'চিরদিনই তুমি যে আমার' ও 'চিরসখা' যৌথভাবে পেয়েছে ৬.০। 'চিরদিনই তুমি যে আমার'-এ নায়িকা বদল হলেও ধারাবাহিকের জনপ্রিয়তায় একটু যে ভাটা পড়েনি, তা স্পষ্ট। দিতিপ্রিয়া রায়ের জায়গায় 'অপর্ণা'র চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শিরিন পাল। জিতু কামালের সঙ্গে নতুন অপর্ণার কেমিস্ট্রি অল্পদিনেই মনে ধরেছে দর্শকের। 

 

 

ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার সবচেয়ে পুরনো মেগা 'জগদ্ধাত্রী'। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৫.৯। শেষের পথে এগোচ্ছে 'ফুলকি'। ৫.৭ পেয়ে এবার সপ্তমে রয়েছে এই মেগা‌। তবে এই স্থানে ফুলকির সঙ্গে রয়েছে আরও দুটি ধারাবাহিক, 'দাদামণি' ও 'জোয়ার ভাঁটা'। অষ্টমেও জোড়া মেগা‌। ৫.৫ পেয়ে যৌথভাবে স্টার জলসার দুটি ধারাবাহিক 'ও মোর দরদিয়া' ও 'লক্ষ্মী ঝাঁপি' রয়েছে এই স্থানে। নবমে জায়গা করেছে 'কম্পাস'। কম্পাস-বিহানের কেমিস্ট্রি যেন একটু একটু করে বাড়ছে। তাই গল্পের মোড়ে ৫.১-এ নবমে এই মেগা। দশমে আবারও 'তুই আমার হিরো', প্রাপ্ত নম্বর ৫.০। 

 

 

প্রসঙ্গত, গত সপ্তাহের রেটিং চার্টের সঙ্গে খুব একটা বেশি ফারাক নেই এই সপ্তাহের। নম্বরের অনুপাতে এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। সেদিক থেকে দেখতে গেলে পিছিয়ে পড়েছে জি বাংলা। তবে সেরা পাঁচে রয়েছে জি-এর মেগা। নতুন -পুরনো ধারাবাহিক মিলিয়ে এবারের টিআরপি তালিকা বেশ জমকালো। এদিকে, শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। আসছে বেশ কয়েকটি নতুন মেগাও। আগামীতে টিআরপির খেলায় কার জায়গা অক্ষুন্ন থাকে, এখন সেটাই দেখার।