গত সপ্তাহ থেকে সিরিয়াল জগৎ পেয়েছে এক নতুন 'বেঙ্গল টপার'কে। চলতি সপ্তাহেও এক নম্বরে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। পেয়েছে ৭.১ নম্বর। আধ্যাত্মিক গল্পের বাঁধনে দর্শকের মন কেড়েছে এই মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম'। গত সপ্তাহ থেকেই 'বাংলা সেরা'র তকমা হাতছাড়া হয়েছে এই ধারাবাহিকের। এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৬.৭। 

হু হু করে নম্বর বেড়েছে 'চিরসখা'র। ৬.৪ নম্বর পেয়েছে এবার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। শুধু বৌঠান ও নতুন ঠাকুরপোর জন্য নয়, এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের পর্দায় দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। ৬.৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। যেখানে এখন খুব অল্প দিনেই মেয়াদ ফুরিয়ে আসছে ধারাবাহিকগুলোর। সেখানে এই মেগা বছরের পর বছর ধরে দর্শকের মনে একচেটিয়া জায়গা ধরে রেখেছে।‌ 

 

পঞ্চমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌। এই ধারাবাহিকের নম্বর আর স্থান মোটামুটি শুরু থেকেই একই জায়গায় ঘোরাফেরা করে। চলতি সপ্তাহে এই মেগা পেয়েছে ৬.০। ষষ্ঠ স্থানে ৫.৯ নম্বর পেয়ে রয়েছে জোড়া ধারাবাহিক 'পরিণীতা' ও 'ফুলকি'। যতই গল্পে নতুন মোড় আসুক না কেন, নিজের হারানো জায়গা ফিরে পেতে এখনও লড়াই জারি রাখতে হবে পারুল-রায়ানকে। তেমনই হাল ফুলকি-রোহিতেরও। 

 

আরও পড়ুন: হাউসফুল 'ধূমকেতু' প্রায় প্রতিটি শো, খুশির চোটে শুভশ্রীর পাশে বসে রুক্মিণীর নাম জপলেন দেব! 

 

সপ্তমে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। নায়ক-নায়িকা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে আবার এক হয়েছেন। তবে তাঁদের নিয়ে সমাজমাধ্যমে যতই জল্পনা চলুক না কেন, ধারাবাহিকে যে তার প্রভাব পড়েনি তা স্পষ্ট। এই সপ্তাহে মেগার ঝুলিতে ৫.৫। অষ্টমে ৪.৬ পেয়ে রয়েছে 'কথা'। বহুদিন পর টিআরপি তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। এক সময় প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এখন আর এক থেকে দশেও নজর কাড়ে না কথা-এভির গল্প। তবে এই সপ্তাহে একটু যেন আশার আলো দেখলেন এই ধারাবাহিকের অনুরাগীরা। নবমে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। ৪.০ নম্বরে এবার এই স্থানে রয়েছে এই ধারাবাহিক। দশমেও জোড়া মেগা। ৩.৮ নম্বরে রয়েছে 'গৃহপ্রবেশ' ও 'শুভ বিবাহ'। 

 

আরও পড়ুন: ‘কমার্শিয়াল হিরো’র বাইরে কোনও চরিত্র করে সব সময় সফল হইনি, তা-ও চেষ্টা চালিয়ে যেতে চাই: অঙ্কুশ

 

চলতি সপ্তাহে টিআরপি-তে নজর কাড়তে পারেনি অনেক মেগাই। নতুন শুরু হওয়া 'লক্ষ্মী ঝাঁপি'ও আশা দেখিয়ে শেষমেশ টিআরপির সেরা দশে নিজেকে ধরে রাখতে পারল না। অন্যদিকে, আসছে আরও নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই শেষের ঘণ্টা বেজেছে বেশকিছু ধারাবাহিকের। এবার টিআরপি-র দৌড়ে টিকে থাকতে পারে কে, সেটাই দেখার।