নিজস্ব সংবাদদাতা: সবাইকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' শিরোপা পেল স্টার জলসার 'পরশুরাম'। শুরুর দিন থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার একেবারে 'বাংলা সেরা'র খেতাব জিতল। চলতি সপ্তাহে তৃণা-ইন্দ্রজিতের প্রাপ্ত নম্বর ৬.৮।

 


দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। টক্কর দিয়ে ভালই এগিয়েছে এই মেগা। এই সপ্তাহে পেয়েছে ৬.৫। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'পরিণীতা' ও 'ফুলকি'। গল্পের নিত্যনতুন মোড়েও পিছিয়ে পড়ছে এক সময়ের 'বাংলা সেরা' এই ধারাবাহিক। অন্যদিকে, বড্ড তাড়াতাড়ি এগোচ্ছে 'ফুলকি-রোহিত'-এর গল্প। এবার দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৩। 

 

চতুর্থ স্থানে বরাবরের মতো এবারও 'রাঙ্গামতি তীরন্দাজ'। 'রাঙ্গা'র লড়াই রোজ আরও কঠিন হয়ে পড়ছে। টানটান উত্তেজনায় ভরপুর এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চমে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে 'গৃহপ্রবেশ'। ষষ্ঠ স্থানে রয়েছে যৌথভাবে রয়েছে 'কথা' ও চিরদিনই তুমি যে আমার'। 'কথা'র মৃত্যু থেকে 'বুলি'র আগমন, কোনওটাই আর মন কাড়তে পারছে না দর্শকের। অন্যদিকে, 'আর্য-অপু'র প্রেম একটু একটু করে জমছে। এই সপ্তাহে দুই মেগা পেয়েছে ৫.৩। 

 

সপ্তমে ৫.২ নম্বরে রয়েছে 'চিরসখা'। অষ্টমে রয়েছে 'শ্যামলী-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। এই জুটির প্রাপ্ত নম্বর ৫.০। নবমেও জোড়া ধারাবাহিক। ৪.৮ নম্বরে এই জায়গায় রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। চলতি সপ্তাহে নম্বর কমে দশমে নেমে এল স্টার জলসার 'গীতা এলএলবি'। প্রাপ্ত নম্বর ৪.১।