বরাবরের মতো নিজের জায়গা ধরে রাখল স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই মেগা শুরুর সপ্তাহ থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। গল্পের নিত্য নতুন চমকে এবারও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৪। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। এক সময় 'ফার্স্ট গার্ল' হিসেবে দর্শক মহলে পরিচিত ছিল। টিআরপি-তে এখন নম্বর কমে প্রথম স্থান অনেকদিন আগেই হাতছাড়া হয়েছে এই মেগার। চলতি সপ্তাহে ফুলকি-রোহিতের গল্প পেয়েছে ৬.৯।

 

তৃতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। 'জগদ্ধাত্রী' ও 'চিরসখা' দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৬। গল্পের মোড়ে 'জগদ্ধাত্রী'র ও একই হাল। বহুদিন আগেই প্রথম স্থান হাতছাড়া হয়েছে তার। অন্যদিকে, একটু একটু করে 'চিরসখা' এগিয়ে আসছে টিআরপি তালিকায়। বৌঠান ও নতুন ঠাকুরপোর এই রসায়ন দারুণ মনে ধরেছে দর্শকের।

 

চতুর্থ স্থানে চমক দিয়ে রয়েছে নতুন ধারাবাহিক। সদ্য স্টার জলসায় শুরু হয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। শুরুর সপ্তাহেই চিআরপিতে চতুর্থ স্থান দখল করেছিল এই মেগা। এবারও পুরনো ধারাবাহিকদের টেক্কা দিয়ে ৬.৫ নম্বর পেয়ে একই স্থানে রয়েছে এই ধারাবাহিক। বোঝাই যাচ্ছে, শুরু থেকেই দর্শকের ভালবাসা পাচ্ছে এই ধারাবাহিক। বরাবরই আধ্যাত্মিক গল্পকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। এবারও যে তার অন্যথা হবে না, তা যেন স্পষ্ট। 

 

পঞ্চমে রয়েছে আবারও দুই ধারাবাহিক। ৬.৪ পেয়ে এই স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌ ও 'পরিণীতা'। প্রথমদিকে 'পরিণীতা'কে প্রথম স্থান থেকে সরাতে পারত না কোনও মেগা। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। গল্পের নানা টুইস্টেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারছে না এই ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে আর্য-অপুর গল্প। ৫.৭ নম্বর পেয়ে এই জায়গায় আছে 'চিরদিনই তুমি যে আমার'।

 

সপ্তমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৫ পেয়ে এই স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', 'গৃহপ্রবেশ' ও 'অনুরাগের ছোঁয়া'। স্টার জলসা ও জি বাংলার মিশেলে এই স্থানেও বেশ নতুনত্বের ছোঁয়া। 

 

আরও পড়ুন: প্রথমবার জুটিতে ভুবন-ওয়ামিকা, পৃথিবীর সেরা হিন্দি গান হিসেবে রেকর্ড গড়ল 'সাইয়ারা'!

 

অষ্টমে আরও এক নতুন ধারাবাহিক। ৫.৪ নম্বর পেয়ে এই জায়গায় রয়েছে জি বাংলার 'দাদামণি'। চার বোন ও দাদার মিষ্টি রসায়ন থেকে শুরু করে এই মেগার গল্পে ফুটে উঠছে এক না বলা প্রেমকাহিনিও। যা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। 

 

অন্যদিকে, নবমে রয়েছে 'কথা'। এক সময়ের 'বাংলা সেরা' এই ধারাবাহিকের ঝুলিতে এবার ৫.৩ নম্বর। দশম স্থানে রয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। শ্যামলী-অনিকেতের সন্তান আসার ট্র্যাক এখন বেশ পছন্দ করছেন অনুরাগীরা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৪.৪ নম্বর। 

 

প্রসঙ্গত, এই সপ্তাহে নম্বরের অনুপাতে বেশ ভালই ফল করেছে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে নতুন চমকেও দর্শক মনে জায়গা করতে পারছে না বেশ কয়েকটি মেগা। অন্যদিকে, সদ্য শুরু হওয়া 'কুসুম' ও 'বুলেট সরোজিনী'র নম্বরও তলানিতে। টিআরপির প্রথম দশে জায়গা করতে পারেনি এই দুই ধারাবাহিক। এদিকে আসছে আরও নতুন ধারাবাহিক। সব মিলিয়ে টিআরপির ময়দানে লড়াই আরও জোরালো হতে চলেছে।