টলিপাড়ার অন্দরে প্রতিদিন যে কত প্রেম গড়ছে আর ভাঙছে তার হিসেব নেই। তবে খবর, এই প্রেম চলছে বহু বছর ধরেই, আড়ালে। নায়িকার সঙ্গে ভালই মাখোমাখো প্রেম পরিচালকের। ওটিটির দুনিয়ায় রহস্য নিয়েই কারবার সেই পরিচালকের। তাঁরই নির্দেশনায় একটি রহস্যময় সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নায়িকাকে। কানাঘুষো, সেখান থেকেই প্রেমের সূত্রপাত। 

 

 

এখন পরিচালক ও নায়িকা একসঙ্গে একটি প্রযোজনা সংস্থারও মালিকানা নিয়েছেন। দু'জন একসঙ্গে তৈরিও করে ফেলেছেন তাঁদের প্রথম মাইক্রো ড্রামা। টলিউডের বিভিন্ন অনুষ্ঠান থেকে ছবির প্রিমিয়ার, এমনকী রাতপার্টিতেও একসঙ্গে দেখা যায় পরিচালক ও নায়িকাকে। এমনকী দু'জন-দু'জনের হাঁড়ির খবরও জানেন! তবে ফাঁস করেন না। 

 

 

এদিকে, দু'জন একসঙ্গে এলেও একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলেন। আসলে সব সময় ক্যামেরা আছে তো! যদিও তাঁরা এখন একে অপরকে 'বন্ধু'র তকমাই দিয়েছেন। আর এখন জুড়েছে 'সহকর্মী'র তকমাটিও। টলিপাড়ার অন্দরের কানাঘুষো, সেই নায়িকা নাকি বিবাহিত! এক সময় নায়িকার বিয়ের ছবি, ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। ব্যবসায়ী পাত্রের সঙ্গে নাকি বহু বছরের সংসার তাঁর। তবে কখনওই নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায়নি নায়িকাকে। 

 


এমনকী, একটা সময় টলিউডের এক নায়কের সঙ্গেও নাম জড়িয়েছিল ওই নায়িকার। একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয়ের পর দর্শকের চোখে 'সেরা' জুটি হিসেবে পরিচিতি পেয়েছিলেন তাঁরা। সেই নায়কের সঙ্গে জুটি বেঁধে একটি সিরিজও করেছিলেন নায়িকা। সেই সিরিজের পরিচালনায় ছিল নায়িকার সাম্প্রতিক 'বন্ধু' পরিচালক। অন্যদিকে, ওই পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত কাটাছেঁড়া হয়নি বললেই চলে। ওটিটি প্ল্যাটফর্মের বাইরে তেমন কাজ করতেও দেখা যায়নি পরিচালককে। তবে নায়িকার সঙ্গে এখন জোট বেঁধে আরও নতুন কাজের পরিকল্পনায় আছেন তিনি। 

 

 

নিজেদের সম্পর্কে যাতে আঁচ না পড়ে, তাই ক্যামেরা এড়িয়ে চলেন দু'জনেই। ক্যামেরা এড়িয়ে গেলেও চোখ আর কান কি এড়ানো যায়? টলিউডের বাতাসে ইতিমধ্যেই ছড়িয়েছে নায়িকা-পরিচালকের নতুন সমীকরণ।