পরিচালকের প্রেমে মাতোয়ারা নায়িকা। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনে মূখর টলিপাড়া। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেও একে অপরকে 'ভাল বন্ধু' বলেই চিহ্নিত করেন সব সময়। 'বন্ধু' পরিচালককে নিয়ে প্রশ্ন করা হলেই টোল পরা গাল আরও চকচক করে ওঠে নায়িকার। অন্যদিকে, বহু নায়িকার সঙ্গে বহুবার নাম জড়ালেও কখনও নিজের মুখে জল্পনায় সিলমোহর দেননি ওই পরিচালক। 

 


এদিকে সেই বিবাহিত পরিচালকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনও ভেসে এসেছিল এক সময়। কিন্তু জানা যায়, দেশের বাইরে এখন নিজের বাবা-মা ও সন্তানের সঙ্গে আছেন পরিচালকের স্ত্রী। আলাদা থাকলেও নাকি বিচ্ছেদ হয়নি তাঁদের। এর মধ্যেই পরিচালকের জীবনে উড়ে এসে জুড়ে বসেছেন সেই নায়িকা। বয়সের অনেকটা ফারাক হলেও এখন তরুণীর সঙ্গে তিনিও প্রাণচঞ্চল!

 

 

এবার খবর, একসঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করেছেন পরিচালক ও নায়িকা। এই একত্রবাস আবার কিছুতেই মেনে নিতে পারছে না নায়িকার পরিবার। ঘোর আপত্তি জানিয়েছেন নায়িকার বাবা। মফস্বলের মেয়ে সেই নায়িকা। শহরে পড়াশোনা তারপর অভিনয়ের টানে থেকে যাওয়া। তবে পরিবার এখনও মফস্বলেই। পরিবারের চোখের আড়ালে থাকলেও একত্রবাসের খবর চেপে রাখতে পারেননি। এক প্রকার বাড়ির অমতেই পরিচালকের সান্নিধ্যে নায়িকা। 

 

 

দেখতে দেখতে বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন সেই নায়িকা। ছবি, সিরিজের দুনিয়ায় নজরও কেড়েছেন তিনি। নায়িকার সঙ্গে এর আগে যদিও টলিপাড়ার কারওর নাম সেভাবে জড়ায়নি। তবে চলতি বছর থেকেই শুরু হয় গুঞ্জন। শুটিংয়ের ফাঁকে সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর পর থেকেই আরও জোরালো হয় পরিচালক-নায়িকার প্রেমের গুঞ্জন। 

 


টলিউডের রাতপার্টি হোক বা আনকোরা কনসার্ট, জুটিকে একসঙ্গে দেখা যাবেই। কখনও নাচের তালে নায়িকার সঙ্গে পা মেলাচ্ছেন পরিচালক। কখনও আবার আনমনে একে অপরের খেয়ালে ডুবে। রাখঢাক না করে আবার নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত সমাজমাধ্যমেও তুলে ধরেন দু'জন। 'ভাল বন্ধু'র সমীকরণ পাল্টে অন্য সম্পর্কের সিলমোহর পড়তে বোধহয় আরও দেরি!