সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৪ সালের ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘দ্য লায়ন কিং’-এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল সমনামী লাইভ অ্যাকশন ছবি। ‘দ্য লায়ন কিং’-এর এই রিমেকের হিন্দি ভার্সনে ‘মুসাফা’র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং 'সিম্বা'র গলায় শোনা গিয়েছিলেন আরিয়ান খানের আওয়াজ। এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুসাফা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ইংরেজি ও হিন্দি-দু'টি ভার্সনের একাধিক ঝলক।  ঝলক থেকেই স্পষ্ট এই ছবিতে ফের একবার তাঁর গমগমে কণ্ঠ দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে রাখতে চলেছেন শাহরুখ। বলাই বাহুল্য শাহরুখ রয়েছেন সেই ‘মুসাফা’র চরিত্রেই।  এই ছবিতেও তাঁকে সঙ্গ দেবেন আরিয়ান। এবং শাহরুখের ছোট্ট ছেলে আব্রাম! এই প্রথম বাবা ও দাদার সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছে 'মন্নত'-এর সবথেকে ছোট সদস্য।

 

সম্প্রতি, শাহরুখ জানিয়েছেন তাঁর জীবনের গল্পের সঙ্গে কোথায় মিল রয়েছে 'মুসাফা'র জীবনের। 'মুসাফা'র নির্মাতাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানেই শাহরুখকে ফাঁস করতে দেখা গেল এই গোপন কথা। শাহরুখ বলছেন, “এই গল্প এমন এক রাজার যে জন্মগতভাবে সিংহাসনের বদলে পেয়েছিল একাকিত্ব, নির্জনতা। কিন্তু স্রেফ তাঁর ইচ্ছে ও আবেগের জেরে মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছিল সে। এই পৃথিবীতে বাদশা তো অনেক এসেছিলেন যাঁরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজের সাম্রাজ্য গড়েছিলেন, কিন্তু সে রাজত্ব করেছিল হৃদয়ে।" এরপরেই মুচকি হেসে দর্শকের উদ্দেশ্যে শাহরুখের প্রশ্ন, "কী, মিল পাচ্ছেন আমার জীবনের সঙ্গে? কিন্তু এ গল্প আমার নয়। এ গল্প মুফাসার!”

 

?ref_src=twsrc%5Etfw">November 27, 2024

 

 

‘মুসাফা’তে কাজ করার প্রসঙ্গে শাহরুখ আগেও বলেছিলেন, “একজন বাবা হিসাবে ‘মুসাফা’র সঙ্গে নিজের বড্ড মিল পাই আমি। তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা এককথায় দারুণ। তার উপর এবারে আমার দুই ছেলের সঙ্গে এই ছবিতে কাজ করার সুযোগ পেলাম প্রথমবার, সেদিক থেকে এই ছবি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে বরাবর।” প্রসঙ্গত, ‘দ্য লায়ন কিং’-এর মতো ‘মুসাফা’ ছবি জুড়ে রয়েছে ‘সার্কল ইফ লাইফ’-এর কথা। রয়েছে বিভিন্ন তাল ও লয়ের নানা আফ্রিকান মিউজিক।