নিজস্ব সংবাদদাতা: শেষের পরই নতুন শুরুর সুখবর দিলেন অভিনেত্রী শ্যামৌপ্তি। জি বাংলার 'অমর সঙ্গী' ধারাবাহিক শেষ হওয়ার পরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্যামৌপ্তি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। 'মাইসন রোজ্ লাইফস্টাইল'- যেখানে এক ছাদের তলায় মানুষ পেতে চলেছেন পছন্দের পোশাক, গয়না, ক্যাফে এমনকী বিউটি স্যাঁলো।
নিউ টাউনে এই নতুন স্টার্ট আপ শুরু করতে চলেছেন শ্যামৌপ্তি। শ্যামৌপ্তির কথায়, '২০২২ থেকেই ভাবনা চিন্তা ছিল নিজের কিছু একটা করার। আমার প্রিয় বান্ধবী অনুপূর্বার সঙ্গে সেই বিষয়ে কথা বলি। অবশেষে এতদিন পর নিজেদের নতুন ব্যবসা শুরু করছি। আমরা দু'জনেই পার্টনার। প্রথম দিকে আমি শুধু বুটিকের কথা ভাবলেও অনুপূর্বার সঙ্গে আলোচনা ও চিন্তাভাবনা করে এতকিছু প্ল্যান করি। আসলে ও আগে থেকেই খাবারের ব্যাবসার সঙ্গে জড়িত। তাই ও আমায় অনেকটা সাহায্য করেছে এই বিষয়ে। আমরা দু'জনে মিলে আগামী মাস থেকেই এই নতুন যাত্রা শুরু করতে চলেছি'।
অভিনয়ের পাশাপাশি কীভাবে এই ব্যাবসা সামলাবেন শ্যামৌপ্তি? অভিনেত্রীর কথায়, "আমি ক্লাস সেভেন থেকে অভিনয় করছি, এত বছর পড়াশোনার পাশাপাশি অভিনয়ের সামলেছি। স্কুল-কলেজের পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছি, একসঙ্গে সামলানো আমার কাছে তেমন কঠিন ব্যাপার নয়। এছাড়াও পরিবারের অনেকেই ব্যবসার সঙ্গে জড়িত। তাই ব্যবসা নিয়ে আমার আগ্রহ অনেক আগে থেকেই আছে। আমি যখন শুটিংয়ে থাকি তখন ফোনে কথা বলে সবকিছু ম্যানেজ করি এছাড়া অনুপূর্বা পুরোটা দেখে নেয়। আবার ও যখন ব্যস্ত থাকবে তখন আমি দেখে নেব। আমাদের দু'জনের মধ্যেই এই কথা হয়েছে। দুই বন্ধু মিলে ঠিক সামলে নিতে পারব, এটাই আশা করি।"
