সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
প্রয়াত আশা শর্মা
বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা। একতা কাপুরের 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের দৌলতে বেশ পরিচিত মুখ ছিলেন আশা। এছাড়াও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
'দ্রৌপদী'র চরিত্রে জুহি!
১৯৮৮ সালে বি আর চোপড়া পরিচালিত জনপ্রিয় টেলিভিশন শো 'মহাভারত' সাড়া ফেলেছিল গোটা দেশে। এই শোয়ে 'দ্রৌপদী'র ভূমিকায় দেখা গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন জুহি চাওলা। মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সেই সময় তিনি 'কেয়ামত সে কেয়ামত তক' ছবির প্রস্তুতি নিচ্ছিলেন। এই কথা জানতে পেরে বি আর চোপড়া নিজেই তাঁকে এই মুহূর্তে টেলিভিশন জগতের মাধ্যমে কেরিয়ার শুরু করতে বারণ করেন।
'নায়িকাকে চুমু খেয়েই দৌড়', কী করলেন অক্ষয়?
বলি অভিনেতা অক্ষয় কুমার একবার মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আধুনিকতার ছোঁয়ায় তারকা আর ভক্তদের সম্পর্কের সমীকরণও বদলে গিয়েছে। এক সময় একজন নায়িকাকে তাঁর দু'জন অনুরাগী শুটিং সেটে ছবি তোলার বাহানায় চুম্বন করে দৌড়ে পালিয়েছিলেন। আর এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আমি ছিলাম।" যদিও ওই নায়িকার নাম উল্লেখ করেননি অভিনেতা। এবং পরে এও বলেছেন, ঘটনাটি নিছকই মজার ছলে ঘটেছিল।
