সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সইফের কাছে ক্ষমা চান উর্বশী!
সইফের উপর হামলা হওয়ার ঘটনায় আতঙ্কিত বলিপাড়া। এর মাঝেই নিজের হিরের গয়নার জৌলুস সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ায় অভিনেত্রী উর্বশী রাউতেলার উপর চড়াও হয়েছেন নেটিজেনরা। অবশেষে সইফের কাছে ক্ষমা চেয়ে সমাজমাধ্যমে অভিনেত্রী লেখেন, তিনি খুব উত্তেজিত হয়েছিলেন 'ডাকু মহারাজ' দেখার পর তাঁর বাবা-মার দেওয়া উপহার নিয়ে। তাই এই কাজ করে ফেলেছেন। সেই সঙ্গে সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন উর্বশী।
অকাল মৃত্যু বলিপাড়ায়
মাত্র ২২ বছর বয়সে অকাল মৃত্যু 'ধরতি পুত্র নন্দিনী' ধারাবাহিকের অভিনেতা আমান জয়সওয়ালের। টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন তিনি। 'ধরতি পুত্র নন্দিনী'র লেখক ধীরজ মিশ্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমানের। অভিনেতার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় এবং দুর্ঘটনায় অকালেই চলে গেলেন আমান।
ঐশ্বর্যকে ঈর্ষা অভিষেকের?
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের জল্পনার মাঝেই এল নতুন খবর। ঐশ্বর্যর সঙ্গে যে জুনিয়র বচ্চনের সম্পর্ক ভাঙছে না, তা আগেই স্পষ্ট করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমায় বরাবরই পরিবারের সাফল্যের সঙ্গে তুলনা করা হত। আমার বাবা, আমারই। আমার স্ত্রীও আমারই। তাঁদের সাফল্যে আমি খুব গর্বিত। কিন্তু তার মানে এই নয় যে আমায় তাঁদের সঙ্গে পাল্লা দিয়েই হবে।"
