বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল। হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকার এবং টেলি অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানটির জন্য মুখিয়ে থাকেন বাংলা টেলিভিশনের কলকুশলীরা। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন কে হবেন সেরার সেরা, সেই তালিকা জানতে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মমতা ব্যানার্জির উপস্থিতিতে সম্মানিত হলেন ছোট পর্দার তারকারা। এদিনের অনুষ্ঠানে সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল। সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের পথচলা।
এক নজরে দেখুন সেরার তালিকা-
সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- চিরসখা
সেরা অভিনেতা- রুবেল দাস ( তুই আমার হিরো-র শাক্যজিৎ)
সেরা অভিনেত্রী- সোনামণি সাহা (শুভবিবাহ-র সুধা)
সেরা সহ অভিনেত্রী - রূপসা চক্রবর্তী (জগদ্ধাত্রী-র কৌশিকী)
সেরা সহ অভিনেতা - দ্রোণ মুখার্জি (পরিণীতা-র গোপাল)
সেরা জুটি- সাইনা চ্যাটার্জি- সোমরাজ মাইতি (কনে দেখা আলো)
সেরা নন-ফিকশন - দিদি নম্বর ১
সেরা সঞ্চালক নন ফিকশন - রচনা ব্যানার্জী (দিদি নম্বর ১)
সেরা পরিচালক নন-ফিকশন - অভিজিৎ সেন (সা রে গা মা পা)
সেরা বউমা- ঊষশী রায় (গৃহপ্রবেশ-এর শুভ)
প্রিয় ছেলে- অভিজিৎ ভট্টাচার্য (ভোলেবাবা পার করেগা-র শাক্য)
প্রিয় শ্বশুর - চন্দন সেন ( ভোলে বাবা পার করে গা-র নীলাঞ্জন)
প্রিয় শাশুড়ি - চন্দ্রেয়ী ঘোষ (রাঙামতি তীরন্দাজের প্রমিতা), মল্লিকা মজুমদার (কম্পাসের ঋতজা)
প্রিয় মা- সোহিনী সান্যাল (শুভ বিবাহ-র তেজের মা)
প্রিয় বোন ও ভাই- তিয়াসা লেপচা (অনুরাগের ছোঁয়া) অম্বরীশ ভট্টাচার্য (রোশনাই-এর ছোট্টু)
(অনুরাগের ছোঁয়ার জয়)
বিশেষ পুরষ্কার- সংঘমিত্রা তালুকদার (পরশুরামের শীতল)
প্রিয় খল-নায়ক- বিভান ঘোষ (চিরসখা-র বুবলাই) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (চিরসখার বাবিল)
প্রিয় খল-নায়িকা- সুদীপ্তা ব্যানার্জি ( রাঙামতি তীরন্দাজের বৃন্দা ), কৌশাম্বী চক্রবর্তী (গৃহপ্রবেশের মোহনা)
আজীবন অবদানের স্বীকৃতি- লীনা গঙ্গোপাধ্যায়
মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- বাসন্তী চ্যাটার্জি
প্রিয় শিশুশিল্পী - আয়ুশ্ৰী মুখার্জি (পরশুরামের পিকু)
