আন্দামান সাগরের কেন্দ্রস্থলে মালাক্কা প্রণালীর ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত বর্তমানে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২২ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি আগামী সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে পৌঁছে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।
3
6
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে রাজ্যে আগামী কয়েকদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
4
6
বঙ্গে তাপমাত্রার ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় এবং উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। পার্বত্য জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দিনের সর্বনিম্ন। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
5
6
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
6
6
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। এছাড়া, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি।