স্বাস্থ্য থেকে কেরিয়ার, জ্যোতিষ ট্রিকসই নাকি এখন বদলে দিচ্ছে ভাগ্য! আপনি জানেন এই সব জনপ্রিয় টোটকা?
নিজস্ব সংবাদদাতা
২০ নভেম্বর ২০২৫ ১৯ : ৫১
শেয়ার করুন
1
9
রোগ-ব্যাধি থেকে কর্মসংক্রান্ত দুশ্চিন্তা, জীবনের নানা অস্থিরতা মোকাবিলায় আজকাল চিকিৎসা বা পরামর্শের পাশাপাশি জ্যোতিষভিত্তিক প্রতিকারেও অনেকে আশ্রয় নিচ্ছেন। শহুরে নাগরিক ও যুব সমাজে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে জ্যোতিষ প্রতিকার। এই প্রবণতা মূলত গ্রহ-নক্ষত্রের শক্তি কাজে লাগিয়ে জীবনের সাধারণ সমস্যা সমাধানের দিকে পরিচালিত করছে। এটি যেমন কম জটিল ও সহজলভ্য এবং একইসঙ্গে বিশেষ আর্থিক ব্যয় বা পূজা-পদ্ধতির প্রয়োজন হয় না। ফলে অনেকেই সহজ অথচ কার্যকর বিকল্প পথ হিসেবে গ্রহণ করছেন।
2
9
স্বাস্থ্যজনিত সমস্যায় জ্যোতিষ প্রতিকারঃ যারা নিয়মিত বা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন, তাঁদের ঘরোয়া জ্যোতিষ টোটকা মানতে দেখা যায়। এক্ষেত্রে শিবলিঙ্গে রুদ্র অভিষেক করার পর ‘রুদ্র গায়ত্রী মন্ত্র’ জপ করা যেতে পারে।
3
9
যদি রোগ বার বার ফিরে আসে, তাহলে ওষুধ পরিবর্তনের জন্য চাঁদের শুক্লপক্ষের নির্দিষ্ট দিন যেমন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বা ত্রয়োদশীবেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
4
9
ছোটখাটো সমস্যা হলে, প্রতি বৃহস্পতিবার ১,০০৮ বার “ওম গণপতয়ে নমহ’ মন্ত্র জপ করার অভ্যাস করা যেতে পারে। এই সময় হলুদ সরষের বীজ হাতে ধরা উচিত এবং পরে সেগুলো হলুদ কাপড়ে বেঁধে গলায় ঝুলানো যেতে পারে।
5
9
এই ধরনের প্রতিকারগুলি গ্রহগত ভারসাম্য ফিরিয়ে আনার কাজ করে এবং মানসিক শান্তি বাড়াতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়।
6
9
কেরিয়ার ও অর্থনৈতিক সমস্যা সমাধানে জ্যোতিষঃ চাকরি বা কেরিয়ারে বাধা, নতুন কাজ শুরু করতে না পারা, কাজের অস্থিরতা-এই সমস্যাগুলোর জন্যও অনেকেই জ্যোতিষ-ভিত্তিক টোটকা ও প্রতিকার কাজে লাগাচ্ছেন। যেমন ৪১ দিনের জন্য রোজ সরষের বীজ সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করা এবং প্রতি রবিবার জলদান ও দরিদ্রদের দানে মনোনিবেশ করার উপায় রয়েছে।
7
9
যদি অফিসে কাজ করার সময় বা প্রজেক্ট শুরু করার পথে বাধা পড়ে, তবে পাঁচটি তামার পাত্রে বেসন ও ময়দার তৈরি মিষ্টি রেখে প্রতি রবিবার দান করার রীতি জনপ্রিয় হচ্ছে। কথিত বিশ্বাস, এতে বাধা দূর হয়, গ্রহহত প্রতিবন্ধকতা দূর হয়। পাশাপাশি ‘ওম বিঘ্নশ্বরায় নমঃ’ মন্ত্র ১০৮ বার জপ করার কথাও বলা হয়েছে।
8
9
নতুন কাজ শুরু করার সময় “রাহুকাল” এড়িয়ে চলতে বলা হয়। এছাড়া কাজের বিবরণ একটি কাগজে লিখে সেটি গনেশের মূর্তির সামনে রেখে কিছু সুপারি দিয়ে নতুন কাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়।
9
9
এই সব জ্যোতিষ প্রতিকার কেন জনপ্রিয় হচ্ছে? বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিগুলো সহজ ও সাশ্রয়ী। এই পন্থা খুব জটিল ধর্মীয় রীতিনীতি বা ব্যয়বহুল পূজা ছাড়া করা যায়। যে কোনও ব্যক্তি নিজের সময় অনুযায়ী প্রতিকার পরিচালনা করতে পারে। মন্ত্র জপ বা দান করলে মানসিকভাবে শান্তি অনুভব হয়, যা জীবনের অস্থিরতা কমাতে কার্যকর। তবে এই প্রতিকারগুলো চিকিৎসার বিকল্প নয়, সচেতন মানুষ এটিকে চিকিৎসা বা কৌশলগত সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে ব্যবহার করছে।