সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিগ বস ১৯-এর সফর শেষ, তাও পোশাক ফেরাননি তানিয়া! দেননি স্টাইলিস্টের টাকাও
বিগ বস ১৯-এর অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন তানিয়া মিত্তল। বিজয়ীর দৌড়ে থাকলেও শেষ হাসি হাসতে পারেননি। সম্প্রতি এই রিয়েলিটি শো শেষ হয়েছে, আর তারপরই এই জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বগ বস ১৯ -এর প্রতিযোগীর নামে গুরুতর অভিযোগ আনলেন তাঁর স্টাইলিস্ট। স্টাইলিস্ট ঋদ্ধিমা শর্মা এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, তানিয়া তাঁর বকেয়া টাকা মেটাননি, এমনকী পোশাক পর্যন্ত ফেরত দেননি। তিনি এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমার থেকেই কাপড় নিয়ে আমাকেই এখন দেমাক দেখাচ্ছে। আর একটা জিনিস স্পষ্ট করে বলে দিই, ডিজাইনার এবং স্টাইলিস্টের মধ্যে ফারাক আছে। আমি স্টাইলিস্ট। গোটা একটা সপ্তাহ ধরে আমি প্রতিটি শাড়ি, লেহেঙ্গা পাঠিয়েছি, আর প্রতিটিই অত্যন্ত দামী ছিল। কিন্তু এখনও পর্যন্ত কিছুই ফেরত দেননি। পোশাকগুলো ওদের ভাল লেগেছে, কিন্তু একবারের জন্যও প্রশংসা করেননি। এখন বলায় দর্জি, ডিজাইনার দেখাচ্ছে। কী দারুণ ব্যবহার! সম্মান বোধহয় এভাবেই দেওয়া হয়।' ঋদ্ধিমা এদিন এও জানান বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালের জন্য তানিয়ার ভাইয়ের স্টাইলিং তিনি করেছিলেন, কিন্তু তার পারিশ্রমিক এখনও পাননি। তবে এই অভিযোগের পর এখনও মুখ খোলেননি তানিয়া। প্রসঙ্গত এবারের বিগ বসে তিনি চতুর্থ হয়েছেন। 

'ধুরন্ধর'-এ অক্ষয়ের নাচে মুগ্ধ প্রাক্তন প্রেমিকা তারা! 
চলতি মাসেই মুক্তি পেয়েছে ধুরন্ধর। আদিত্য ধর পরিচালিত এই ছবি দর্শক থেকে সমালোচক সকলের কাছেই প্রশংসা পাচ্ছে। তবে সবথেকে বেশি চর্চায় রয়েছেন অক্ষয় খান্না এবং তাঁর অভিনীত চরিত্রটি। এই ছবিতে তাঁর নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। এবার এই বিষয়ে মুখ খুললেন অক্ষয় খান্নার প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী তারা শর্মা। এদিন দু'জনের ছোটবেলার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'অনেক শুভেচ্ছা অক্ষয়। আমরা এখনও ছবিটি দেখিনি, কিন্তু ইনস্টাগ্রামের ফিড জুড়ে কেবলই ধুরন্ধর। বিশেষ করে তোমার এন্ট্রির এই গানটা। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। এই গানটা, তোমার সোয়্যাগ, আলাদাই। সেই ছোটবেলা থেকে একে অন্যকে চিনি আমরা, সত্যিই ভাল লাগছে তুমি যে তোমার প্যাশন, অভিনয়কে আঁকড়ে ধরে রাখতে পেরেছ। সৎ থেকেছ তার প্রতি। খুব খুশি তোমার জন্য। তোমার কঠোর পরিশ্রমের ফল এটা।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অক্ষয় এবং তারার প্রেম চর্চা শুরু হয়েছিল নতুন শতাব্দীর গোড়ার দিকে। এমনকী ২০০৭ সালে করণ জোহরের কফি উইথ করণে এসে এই সম্পর্ককে 'জেনুইন' বলে দাবি করেন অক্ষয়। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। ২০০৭ সালেই রূপক সালুজাকে বিয়ে করেন অভিনেত্রী। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tara Sharma Saluja (@tarasharmasaluja)