বিগ বস সব সময়ই ভরপুর নাটকীয়তায়। আর ১৯তম সিজনও তার ব্যতিক্রম নয়। এই মরশুমের অন্যতম আলোচিত প্রতিযোগী তানিয়া মিত্তল যেমন চার দেওয়ালের অন্দরে থেকে প্রতিটি পদক্ষেপে শিরোনাম হচ্ছেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও প্রায়ই থাকে চর্চায়। এবার ইনফ্লুয়েন্সারের প্রাক্তন প্রেমিক বলরাজ সিং বিপাকে পড়লেন।
বলরাজকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই বিমানবন্দর থেকে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি। এই রহস্যই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়েছে।
বলরাজ শুধু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারই নন, তিনি উত্তরপ্রদেশের সাহালপুরা গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চও। অনলাইনে তাঁর বিপুল জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে ২৬ লাখেরও বেশি ফলোয়ার আর ইউটিউবে তার চ্যানেল বলরাজ সিং এন্টারটেইমনেন্ট-এ রয়েছে ৮২ হাজারের বেশি সাবস্ক্রাইবার। তাঁর কনটেন্টে থাকে তারকার সাক্ষাৎকার থেকে শুরু করে নানা সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে মতামত।
সম্প্রতি বলরাজ শিরোনামে উঠে এসেছেন তাঁর প্রাক্তনকে ঘিরে, যিনি বর্তমানে ‘বিগ বস ১৯’এর প্রতিযোগী তানিয়া মিত্তল। তানিয়া যখন থেকে ‘বিগ বস’এর ঘরে প্রবেশ করেছেন, বলরাজ তাকে প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেছেন। তিনি তানিয়াকে ‘নকল’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে তানিয়া সম্পদ এবং প্রভাবের ভুয়ো চিত্র তৈরি করছেন। তানিয়ার তথাকথিত ‘আধ্যাত্মিক’ ইমেজকেও কটাক্ষ করেছেন বলরাজ। বলেছিলেন, “তিনি নিজেকে স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সার বলে দাবি করেন, কিন্তু আসলে ধর্মকে ব্যবহার করছেন জনপ্রিয়তার জন্য। তবে সমালোচনার পাশাপাশি বলরাজ এও স্বীকার করেছেন, তানিয়ার ব্যবসায়িক বুদ্ধি ও জনপ্রিয়তা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতে, যদি তানিয়া নিজের আসল সত্তা দর্শকদের সামনে তুলে ধরেন, তাহলে মানুষ আরও বেশি করে তাঁর সঙ্গে সংযোগ অনুভব করবে।
এক সাক্ষাৎকারে বলরাজের আরেক প্রাক্তন প্রেমিকা জোয়া খান এমন কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। বলরাজের উদ্দেশ্য তিনি বলেছেন, “তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছ, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছ। আমার ছবি ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করেছ। সব প্রমাণ আমার কাছে আছে। তুমি-ই আমাকে শিখিয়েছিলে কীভাবে কথোপকথন রেকর্ড করতে হয়, স্ক্রিনশট নিতে হয়, আর ছবি তুলতে হয়।”
তিনি আরও যোগ করেন, “আমি চাই তুমি আমার সামনে আসো, আমার চোখের দিকে তাকিয়ে মিডিয়ার সামনে আমার প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি আমার নাম, ঠিকানা আর ব্যাকগ্রাউন্ট সবই জানো, তাই দয়া করে উত্তর দাও। তুমি আমার আগে আরেকজন মেয়ের সঙ্গে ছিলে। আমি তোমার সব ভুল ক্ষমা করে দিয়েছিলাম, আর আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম। কিন্তু তুমি আমাকে এক ভিন্ন জগৎ দেখিয়েছিলে—আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে, ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেছিলে, আর তোমার স্ত্রীকে তালাক দেবে বলেছিলে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম, এগুলো সবই তোমার নিজের স্বার্থে করা।”
