সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
 
 বিয়ের পিঁড়িতে বিশাল 
বিনোদন জগতে ফের সানাইয়ের সুর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি। জানা যাচ্ছে, ৪৭ বছর বয়সে এসে অভিনেত্রী সাঁই ধানশিকারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। চলতি বছরের আগস্টেই বিয়ে করবেন জুটিতে।
 
 জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ রাজকুমার 
জাহ্নবী কাপুরের সঙ্গে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ রাজকুমার। তাঁর কথায়, "জাহ্নবী যখন শুটিং ফ্লোরে থাকে তখন তাঁর শরীর খারাপ কিনা, তাঁর ব্যক্তিগত জীবনে কী ঘটছে? এসবকে গুরুত্ব দেন না। তখন শুধুমাত্র চরিত্রটিকে ভালভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন।"
 
 কান-এ শর্মিলা-সিমি
 
 সত্যজিৎ রায়ের 'অরন্যের দিন রাত্রি' ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ফের একবার তাক লাগাল দর্শকদের৷ রূপোলি পর্দায় কাল্ট সিনেমার স্ক্রিনিং ৷ উপস্থিত ছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গেরেওয়াল৷ ওয়েস অ্যান্ডারসন ছবিটির ঐতিহ্যের প্রশংসা করে স্ক্রিনিং শুরু করেন। এদিন শর্মিলা ঠাকুরের পরনে দেখা যায় সবুজ রঙের শাড়ি৷ অন্যদিকে কান রেড কার্পেটে ডেবিউ করেন অভিনেত্রী সিমি গারেওয়াল৷ বিশেষ দিনে তাঁর পরনে ছিল সাদা রঙের পোশাক৷
