নিজস্ব সংবাদদাতা, মুম্বই: কপালে তিলক। কাঁধে ঝোলা। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনী বেশে ধরা দিলেন তমন্না ভাটিয়া। অভিনেত্রী কি তবে এবার সন্ন্যাসের পথে পা বাড়ালেন? শনিবার তমন্নার কাণ্ডে এমনই কৌতূহল শুরু হয় অনুরাগীদের মনে।
আসলে শিবভক্তর চরিত্রে অভিনয়ের জন্যই এমন বেশভূষায় হাজির হন তমন্না। ‘ওডেলা ২’ ছবির ঝলক প্রকাশ করতেই পরিচালক, কলাকুশলীদের সঙ্গে প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে পৌঁছে যান অভিনেত্রী। শনিবার সেখান থেকেই ছবির টিজার প্রকাশ্যে আনেন তিনি। দক্ষিণী এই ছবিতে তমন্নাকে শিবভক্ত আরাধ্যার ভূমিকায় দেখা যাবে। এদিন ছবির ঝলক প্রকাশেই সাধিকার বেশে ধরা দেন তিনি।
এর আগে 'ওডেলা রেলওয়ে স্টেশন' বাস্তবে তেলেঙ্গানার ওডেলা গ্রামের এক ঘটনা অবলম্বনে ক্রাইম থ্রিলার ছিল। তবে তার সিক্যুয়েল ‘ওডেলা ২’ সুপারন্যাচারাল থ্রিলার বলে জানা গিয়েছে। যেখানে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তমন্না ভাটিয়াকে। ইতিমধ্যে টিজারের ঝলকেই ছবিটি নিয়ে উন্মাদনার পারদ চড়েছে।
বলিউড দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করলেও, তমন্না দক্ষিণী ছবিতেই সবচেয়ে বেশি জনপ্রিয়। রাজামৌলীর 'বাহুবলী' ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। গত বছর ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। ‘সিকন্দর কা মুকদ্দর’ ছবিতে নায়িকাকে শেষবার দেখা গিয়েছিল।
