'আমি চাই ও দেখুক...', মধ্যরাতে স্বামী, তথা অভিনেতা রুবেল দাসের নামে সমাজমাধ্যমে কী জানালেন শ্বেতা ভট্টাচার্য? এদিন অভিনেত্রী কোন তাঁর বেটার হাফের বিষয়ে কোন তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিলেন?
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এদিন যে ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন সেখানে তিনি তাঁর এবং রুবেল দাসের অনুরাগীদের উদ্দেশ্যে জানান রাত দু'টো হলেও বাড়ি ফেরেনি অভিনেতা। কিন্তু কেন? কোথায় গিয়েছেন তিনি? সবটাই জানিয়েছেন শ্বেতা এই ভিডিওতে।
শ্বেতা ভট্টাচার্য যে বরাবরই রুবেলের সবথেকে বড় সাপোর্টার সে কথা অনুরাগীরা আগেই টের পেয়েছেন। অভিনেতা যখন পা ভাঙলেন বা ডেঙ্গু হল তাঁর, ঢাল হয়ে পাশে ছিলেন শ্বেতা। এদিনও তার অন্যথা হল না। না, অভিনেতার নামে কোনও অভিযোগ এনে নয়, বরং তাঁর প্রশংসা করতেই এই ভিডিও পোস্ট করেন পর্দার 'শ্যামলী'। বলেন, "এখন রাত দু'টো। আপনাদের সঙ্গে একটা কথা ভাগ করে নেওয়ার জন্য ভিডিওটা করলাম, সেটা রুবেলও দেখবে। আর আমি চাই ও দেখুক। কেউ যখন কঠোর পরিশ্রম করে, তখন তাকে উৎসাহ দেওয়া, তার কাজের প্রশংসা করা উচিত।" কী বিষয়ে? বিস্তারিত জানিয়ে শ্বেতা বলেন, "আজ যখন ও শুটিংয়ে গেছে, তখন ওর শরীরটা বেশ খারাপ ছিল। জিম থেকে বাড়িতে এসে, তারপর শুটিংয়ে গেছে। ওর বারবার বমি পাচ্ছিল, শরীর খারাপ লাগছিল, বোধহয় প্রেসারও বেড়ে গিয়েছিল। বেশ শরীর খারাপ। তার মধ্যে নেপালগঞ্জ বলে একটা জায়গায় আজ ওর নাইট আউটডোর।"
অভিনেত্রী এদিন এও জানান, "সেটের সবাই খাটছে। এটা আমাদের কাজ, করতেই হয়। 'কোন গোপনে মন ভেসেছে'-তে কনকনে শীতে গঙ্গায় ঝাঁপ দেওয়ার শট ছিল। এরম আমাদের হয়েই থাকে। নাইট আউটডোর হয়। শীতেই বেশ হয়। আর গরমে ডে আউটডোর। আজ ওর বাড়ি ফিরতে ফিরতে ৪টে থেকে সোয়া চারটে বাজবেই। তার মধ্যে শরীর ভাল নেই। কঠিন সব সিন রয়েছে, যেমন কিডন্যাপের সিন, ইত্যাদি। আপনারা দেখুন আপনাদের ভাল লাগবে। আসলে আমরা টিভিতে দেখি আর ভাবি যে, কত সহজে সব হয়ে যাচ্ছে। কিন্তু তার পিছনে কত কঠোর পরিশ্রম থাকে বুঝি না।"
https://www.facebook.com/watch
প্রসঙ্গত রুবেল দাসকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুই আমার হিরো' -তে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন মোহনা মাইতি। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্যকে দর্শকরা শেষবার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখেছেন। সেখানে তাঁর বিপরীতে ছিলেন রণজয় বিষ্ণু। টলিউডের অন্যতম মিষ্টি এবং পাওয়ার কাপল হলেন শ্বেতা এবং রুবেল। 'যমুনা ঢাকি'র সেট থেকে যে প্রেম কাহিনি শুরু হয়েছিল, সেটা চলতি বছরের একদম গোড়ার দিকে শুভ পরিণয়ের পরিণতি পায়। বর্তমানে রুবেল দাসের ঘরণী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দুজনে চুটিয়ে কাজ করার পাশাপাশি, চুটিয়ে সংসারটাও করছেন।
