নিজস্ব সংবাদদাতা: বাংলা ইন্ডাস্ট্রিতে বহু দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছেন বলিউডেও। ছবি থেকে সিরিজের জগতে দর্শকের নজর কেড়েছেন স্বস্তিকা। 

 

 

 

 

এবার অভিনেত্রী নতুন যাত্রা শুরু করলেন মারাঠি ছবির জগতে। ইন্দোরে চলছে ছবির শুটিং। সেই খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা রবিবার সকালে নিজের একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেন। সঙ্গে লেখেন, 'গতকাল নাইট শিফ্ট ছিল। বিকেল ৪টের সময় কল টাইম। আজকে সকাল ৭.৩০ টায় ছুটি হল। ইন্দোরে এসছি একটা মারাঠি ছবির কাজে। এখন উজ্জয়িনী যাব, মহাকাল মন্দিরে, জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আর মায়ের জন্য পুজো দিতে।"

 

 

 

 

অভিনেত্রী আরও লেখেন, "এই মন্দিরের কথা আগে শুনেছিলাম কিন্তু মনে ছিল না। গাড়ির চালক দাদাকে জিজ্ঞেস করাতে বলল। উজ্জয়িনীতে মহাকাল। আর ইন্দোর থেকে ২ থেকে ২.৩০ ঘণ্টা দূরে ওমকারেশ্বর। ঘুম হল না এক ফোঁটা ঠিকই কিন্তু এই সুযোগ ছাড়া যায় বলুন? আর অল্পদিনের জন্য এসছি তাই ওই টি-শার্ট, স্কার্ট, প্যান্ট ওইসব প্যাক করেছি। ডিসেম্বর মাসে বম্বেতে একটা অডিশন দিতে যাব, ওদের ব্রিফ অনুযাই এরকম একটা শাড়ি লাগতো, আমার পার্মানেন্ট মুশকিল আসান পরমা, নিজের একটা শাড়ি ব্লাউজ পাঠালো। সেই তখন থেকে এটা আমার কাছে, এইবারে ভাবলাম সঙ্গে নিয়ে যাই, কলকাতা ফিরে ওকে দিয়ে দেব। ভাগ্যিস স্যুটকেসে পুরেছিলাম, কে জানতো মন্দিরে পরে যেতে লাগবে। না হলে ভাবুন, ওই টিশার্ট জিন্স পরে গেলে, মা ওপর থেকে এসে দু ঘা দিতো।" 

 

 

 

 

 

এই লেখার মাধ্যমে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, মারাঠি ছবির কাজ চলছে তাঁর। সঙ্গে আরও একটি হিন্দি ছবির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। যদিও এই মারাঠি ছবিতে অভিনেত্রীর সঙ্গে কোন তারকাদের দেখা যাবে তা এখনও জানা যায়নি।