শনিবার রাখিবন্ধন উৎসবে মেতে উঠল স্টুডিও পাড়া। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে শিল্পী কলাকুশলী সহ-প্রযোজক ও স্টুডিও মালিকরা এক হয়ে উদযাপন করলেন রাখি বন্ধন উৎসব। ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক স্টুডিওতে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। টালিগঞ্জের একাধিক স্টুডিওতে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস স্বয়ং। এদিন একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টি খাইয়ে দেন। এই মঞ্চ থেকে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার বার্তা দেন স্বরূপ বিশ্বাস, শুধু তাই নয় জুনিয়র মহিলা শিল্পীদের কথা ভেবে একটি নতুন পদক্ষেপ নেন ফেডারেশন সভাপতি।

ভারত লক্ষ্মী স্টুডিওতে জুনিওর মহিলা শিল্পীদের জন্য রাখা একটি ঘরকে নতুন করে মেরামত করে সেই ঘরের দরজা খুলে দেন এদিন। যেখানে মহিলা শিল্পীদের পোশাক বদলের জন্য শুধুমাত্র একটি পর্দা ছিল, সেখানে তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে দরজা লাগিয়ে বিশেষ জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও স্টুডিওর একাধিক শৌচালয়ের মেরামতের কাজ শুরু হয়ে গেছে বলেই জানান স্বরূপ বিশ্বাস। শুটিং এর মাঝে এদিন হাজির ছিলেন বিভিন্ন ধারাবাহিকের শিল্পী ও কলা কুশলীরা। সব দূরত্ব মুছে এদিন এক হয়ে গেলেন প্রত্যেকে। প্রত্যেকেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে রাখি পরানোর পাশাপাশি কলাকুশলী দাদা ও ভাইদের পরালেন রাখি। গত বছর থেকে এই রাখিবন্ধন উৎসবের আয়োজন শুরু করেন স্বরূপ বিশ্বাস। তবে এই বছর আরও জাঁকজমকভাবে পালন করা হয় এই উৎসব।

এদিন স্বরূপ বিশ্বাস সহ হাজির ছিলেন ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত। প্রযোজক নিসপাল সিং রানে সহ একাধিক প্রযোজকেরা, ধারাবাহিকের পরিচালকেরা এবং বিভিন্ন স্টুডিওর মালিকরা। স্বরূপ বিশ্বাসের কথায়, "আজকের রাখিবন্ধন উৎসবের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার জানাচ্ছি। এই বাংলায় কাজ করছি, বাংলায় ঘুমাচ্ছি এবং ভাবছি, সেখানে এই ভাষাকে ছোট করা কিছুতেই মেনে নেব না। বাংলা ভাষা আমাদের কাছে মায়ের মতো, তাই মায়ের অপমান মেনে নিতে পারব না কোনওদিন। বাংলায় যাতে আরও ভাল কাজ হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এছাড়াও অন্যান্য রাজ্য থেকে যেন মানুষ বাংলায় কাজ করতে আসে সেই দিকটাও দেখব।"
স্বরূপ বিশ্বাস আরও বলেন, "আগে প্রযোজক ফেডারেশন বা স্টুডিও মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তার সম্পূর্ণ মুছে গেছে। এখানে জুনিয়র শিল্পীদের একটি ঘরের অবস্থা দেখে আমি বেশি রেগে যাই, আজ প্রযোজক এবং স্টুডিও মালিকদের সহযোগিতায় সেই ঘরটি মেরামত করা হয়েছে। কারন আমি বিশ্বাস করি জুনিয়র শিল্পীদের মধ্যেই লুকিয়ে আছেন আগামিদিনের স্টারেরা। বিশেষ করে মহিলাদের সুরক্ষার দিকটায় আমরা প্রথম থেকেই নজর দিচ্ছি। যার জন্য তৈরি হয়েছিল সুরক্ষা বন্ধু, সেই অনুযায়ী এগোচ্ছে কাজ। একাধিক স্টুডিওতে শৌচালয়ের মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছর থেকে আমাদের এই রাখিবন্ধন উৎসব শুরু হয়েছে, প্রত্যেক বছরই এই উৎসব পালন করব আমরা।" এদিন স্বরূপ বিশ্বাসের পাশে দেখা যায় চন্দন সেন, রেশমি সেনের মত অভিনেতা অভিনেত্রীদের, তাঁরা প্রত্যেকেই মেতে ওঠেন রাখি বন্ধন উৎসবে।
