নিজস্ব সংবাদদাতা: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির বহুপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবার উত্তেজনা তুঙ্গে। ভারত-পাকিস্তান ম্যাচের মহারণ দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ববাসী। ম্যাচের সেই উত্তেজনাকে নিজের ছবির প্রচারণায় ব্যবহার করতে চলেছেন বলি অভিনেতা সানি দেওল।

 

তাঁর আসন্ন ছবি 'জাট' সমগ্র বিশ্বে পৌঁছনোর প্রস্তুত। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সানি দেওল আশা করছেন এই ছবিটি 'গদর ২'-এর মতোই প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলবে। তাই ছবির প্রচারের জন্য ভারত-পাক ম্যাচকেই বেছে নিয়েছেন অভিনেতা। ২২ গজের মাঠে প্রচারের পাশাপাশি খেলাও উপভোগ করবেন অভিনেতা, এমনটাই জানা গিয়েছে। 

 

ভারত-পাক ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে সানি দেওলকে বলে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে একজন বিশেষ মানুষ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ দেখবে। এরপরই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, কে হবেন ভারত-পাক ম্যাচ দেখার সানির সঙ্গী? গুঞ্জন ধোনিকে আজ নতুন অবতারে দেখা যাবে।

 


সানি দেওলের জন্মদিনে ঘোষণা হয় 'জাট'-এর। ভরপুর অ্যাকশনে মোড়া ছবির মাধ্যমে ফের চেনা ঘরানায় ফিরছেন সানি। ছবিতে রয়েছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, জারিনা ওয়াহাব ও আয়েশা খান সহ প্রমুখ তারকা।