সংবাদ সংস্থা মুম্বই: সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, গদর ২–এর পর এবার সানি দেওল পা রাখছেন নেটফ্লিক্সে। পরিচালক সুপর্ণ বর্মার প্রযোজনায় তৈরি এই ছবি নিয়ে কৌতূহল তুঙ্গে। খবর, ছবিটি পরিচালনা করছেন হিচকি ছবি খ্যাত পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।
সূত্রের খবর, সানি দেওল নেটফ্লিক্সে ডেবিউ করতে চলেছেন এক ধুন্ধুমার অ্যাকশন ছবির মাধ্যমে যার কাহিনি অনুপ্রাণিত ২০০৭ সালের কেভিন বেকনের ডেথ সেনটেন্স থেকে। ছবিটি হিন্দিতে রিমেক করছেন সুপার্ন ভার্মা। সূত্র আরও জানিয়েছে, এই নামহীন অ্যাকশন ফিল্মটির শুটিং শুরু হবে জুলাই ২০২৫–এ, মুক্তি ২০২৬–এ। সানি ইতিমধ্যেই লম্বা সময় বরাদ্দ করেছেন এই ছবির ডেটের সুবাদে এবং তাঁর পারিশ্রমিকও বেশ মোটা অঙ্কের।
তবে এইমুহূর্তে সানির ব্যস্ততা চরমে। বর্তমানে তিনি শুটিং করছেন অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’–এর, যা চলবে জুনের শেষ অবধি। এরপর হাতে আছে ‘লাহোর: ১৯৪৭’–এর বাকি অংশ। তারপরেই তিনি যুক্ত হবেন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’–এর শুটিংয়ের এক ছোট শিডিউলে, যেখানে তিনি অভিনয় করছেন ‘হনুমান’ চরিত্রে।
এই তিনটি প্রজেক্ট শেষ করে সানি সরাসরি ঝাঁপাবেন তাঁর এই নেটফ্লিক্স ফিচার ফিল্ম–এর শুটিংয়ে। তবে এখানেই শেষ নয়—সূত্র বলছে, তাঁর হাতে আরও বেশ কয়েকটি বড় ছবি রয়েছে, যেগুলি ২০২৫-এর শেষ দিকেই শুরু হতে পারে। আর ‘গদর ৩’? হ্যাঁ, সেটিও আপাতত চিত্রনাট্য লেখার পর্যায়ে রয়েছে।
সব মিলিয়ে বলা যায়—সানি দেওল এখন কেরিয়ারের দ্বিতীয় সোনালি অধ্যায়ে রয়েছেন।
