নিজস্ব সংবাদদাতা: থ্রিলার প্রেমী দর্শকের জন্য ওয়েব প্ল্যাটফর্মগুলো আনছে একের পর এক নতুন সিরিজ। আর সেই থ্রিলারে যদি মিশে যায় প্রেম তাহলে তো কোনও কথাই নেই। এইরকমই একটি সিরিজের পরিকল্পনায় রয়েছে হইচই।
প্রেমের এক অন্য কাহিনী ফুটে উঠবে আগামী সিরিজে। শুধুমাত্র দু'টো মানুষের মনের মিলনই যে প্রেমের আসল মানে তা একেবারেই নয়। থাকছে ত্রিকোণ প্রেমের গল্পও। সেই সঙ্গে মিশে যাবে ভালবাসার এক গহন কোণের কথাও। ভালবাসার এক অন্য উপাখ্যানে মানালি দে, সুহোত্র মুখোপাধ্যায় ও সৃজলা গুহ।
গল্পে হলদিপুর এলাকায় বড় হয়ে ওঠা পল্লবীর জীবন ছোট থেকেই ভালবাসাহীন। এদিকে অধ্যাপক অরিন্দম আর তার স্ত্রী মিথিলার আপাত শান্ত সুখের সংসার। চাকরি সূত্রে সপরিবার হলদিপুর আসে অরিন্দম। আলাপ হয় পল্লবীর সঙ্গে। অরিন্দমের ব্যবহার, আচার-আচরণে মুগ্ধ হয় পল্লবী। অধ্যাপকের প্রেমে পড়ে তাকে নিজের করে পেতে চায় সে। এদিকে অরিন্দমের বদলে যাওয়া আচরণ ও তার নতুন সম্পর্ক নজর এড়ায় না মিথিলার। আসন্ন বিপদের হাত থেকে পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সেও।
প্রেম, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এই নিয়েই 'হইচই'-এর নতুন সিরিজ। পরিচালনায় অরিজিৎ টোটোন চক্রবর্তী। সৃজনশীল পরিচালনার দায়িত্বে অদিতি রায়। চলছে শুটিংও। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে সিরিজটি।
