বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ এবং কিংবদন্তি নৃত্যশিল্পী সুধা চন্দ্রনকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় নেট দুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রীকে এক অন্যরকম আধ্যাত্মিক রূপে দেখা গিয়েছে। দেবীর ভজন চলাকালীন তিনি এতটাই মোহিত হয়ে পড়েন যে, সেখানে উপস্থিত থাকা দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধর্মীয় অনুষ্ঠানে দেবীর ভজন চলছে। গানের সুর ও বাজনার তালে তালে সুধা চন্দ্রন হঠাৎই অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। তাঁর চোখে-মুখে এক অদ্ভুত পরিবর্তন ধরা পড়ে এবং তিনি একপ্রকার আধ্যাত্মিক আবেশের মধ্যে চলে যান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তিনি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
ভিডিওতে আরও দেখা যায়, অভিনেত্রীর এই অবস্থা দেখে ছুটে আসেন উপস্থিত ভক্ত ও সেবায়েতরা। অন্তত তিন জন মিলে তাঁকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করেন, যাতে তিনি পড়ে না যান বা নিজের ক্ষতি না করেন। স্থানীয়রা এই ঘটনাকে ‘দেবী ভর করা’ বা ‘আধ্যাত্মিক শক্তির জাগরণ’ হিসেবে বর্ণনা করছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ একে গভীর ভক্তি ও আধ্যাত্মিক সংযোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, সুধা চন্দ্রন চিরকালই অত্যন্ত ধর্মপ্রাণ এবং নৃত্যকে তিনি পূজা হিসেবেই দেখেন, তাই ভজনের সুরে তাঁর এই ভাবাবেগ আসা স্বাভাবিক। আবার কেউ কেউ একে তাঁর ব্যক্তিগত বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সুধা চন্দ্রন কেবল একজন দক্ষ অভিনেত্রীই নন, শারীরিক প্রতিকূলতাকে জয় করে তিনি যেভাবে বিশ্বমঞ্চে ধ্রুপদী নৃত্যকে তুলে ধরেছেন, তা লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। তবে এদিনের এই ‘অলৌকিক’ কাণ্ড তাঁকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও মেলেনি, তবে নেটিজেনদের মধ্যে এখন এই ঘটনা নিয়ে কৌতুহলের শেষ নেই।
